শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: SFI-এর ৩৮তম রাজ্য সম্মেলন থেকে সংগঠনের রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন প্রণয় কারজি। উত্তরবঙ্গ থেকে এই প্রথম কেউ SFI-এর রাজ্য সভাপতি দায়িত্ব পেলেন। স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত প্রণয়ের সহযোদ্ধারা। কোচবিহারের (Coochbehar) ছেলে প্রণয় গত কয়েক বছর ধরে কোচবিহার জেলা SFI-এর সম্পাদক (Secretary) পদে রয়েছেন। মালদায় (Malda) অনুষ্ঠিত রাজ্য সম্মেলন থেকে প্রণয়কে রাজ্য সভাপতি নির্বাচিত করা হয়েছে।


কোচবিহার ২ নম্বর ব্লকের মরিচবাড়ি খোলটা এলাকার ছেলে প্রণয় আলিপুরদুয়ার বিবেকানন্দ কলেজে ভর্তি হন। কিন্তু , তৃণমূল ছাত্র পরিষদের অত্যাচারের জন্য সেই কলেজে বেশি দিন পড়াশোনা চালিয়ে যেতে পারেননি তিনি, এমনটাই জানিয়েছে প্রণয়। এরপর সেখান থেকে বর্তমানে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন এই ছাত্রনেতা।


মূলত লড়াই স্কুল ও কলেজগুলিতে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। এর পাশাপাশি পড়াশোনা শেষে কাজের দাবিতে সংগঠনের যেসব আন্দোলন সেগুলোকে আরও ধারালো করে তোলা। সংগঠনের দায়িত্ব পাওয়ার পর স্বভাবতই খুশি প্রণয়। ২০২১ সাল থেকে তিনি এসএফআইয়ের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রয়েছেন। এছাড়া ২০১৯ সাল থেকে কোচবিহার জেলা এসএফআই-এর সম্পাদক পদে রয়েছেন।


প্রসঙ্গত, এসএফআই-এর নতুন রাজ্য সম্পাদক হয়েছেন দেবাঞ্জন দে। সভাপতি হয়েছেন প্রণয় কারজি। ছাত্র সংগ্রাম পত্রিকার সম্পাদক হন সৌভিক দাস বক্সী। তিনজনই নতুন মুখ। সৃজন ভট্টাচার্য এবং প্রতিকুর রহমান দু'জনই এবার সম্পাদক এবং সভাপতির পদ থেকে অব্যাহতি নিয়েছেন। প্রণয় উত্তরবঙ্গের কোচবিহারের ছেলে। সৌভিক দাস বক্সী বীরভূম থেকে উঠে এসেছেন।
  
এর আগে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন উত্তরবঙ্গের একাধিক ছাত্রনেতা। সেই নামগুলি হল-  প্রিয়রঞ্জন দাশমুন্সি, জয়ন্ত ভট্টাচার্য,  রাহুল রায়, সৌরভ চক্রবর্তী প্রমুখ।


সম্প্রতি ব্রিগেডে বিশাল সমাবেশ করে বাম যুব সংগঠন DYFI। বৃদ্ধতন্ত্রের বেড়াজাল ভাঙে বাম-ব্রিগেড। ইনসাফের দাবিকে সামনে ব্রিগেড ভরান মীনাক্ষীরা। সাতমুখী স্রোত থেকে ব্রিগেডের ভিড় - সবাই গলা মেলান মীনাক্ষীদের সঙ্গে।  ব্রিগেডের পোডিয়ামে দাঁড়িয়ে নেতৃত্ব কী বার্তা দেন, তা শুনতে গ্রামগঞ্জ থেকে ছুটে এসেছিলেন বহু সিপিএম কর্মী।  


আরও পড়ুন ; দীপ্সিতার সভায় 'প্রতিবাদ', বাড়ি গিয়ে ফুলের তোড়া-মিষ্টি সহযোগে যুবককে সংবর্ধনা BJP-র


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।