শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:  জলপাইগুড়িতে (Jalpaiguri) জল্পেশের মন্দিরে যাওয়ার পথে, কোচবিহারের মেখলিগঞ্জে (Mekhliganj) পিক আপ ভ্যানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ জন পুণ্যার্থীর। মৃতরা সকলেই শীতলকুচির (Shitalkuchi) বাসিন্দা। আহত ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Jalpaiguri Super Speciality Hospital) ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, শীতলকুচি থেকে পুণ্যার্থীদের ২৭ জনের দলটি পিক আপ ভ্যানে চড়ে ময়নাগুড়ির জল্পেশের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছিল। রাত ১২টা নাগাদ চ্যাংরাবান্ধায় ধরলা সেতুর কাছে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জেনারেটর চালিয়ে গাড়িতে সাউন্ড বক্স বাজানো হচ্ছিল। সেই জেনারেটরের তারেই বিদ্যুত্স্পৃষ্ট হন পুণ্যার্থীরা। পিক আপ ভ্যানের চালক পলাতক। 


ঠিক কীভাবে ঘটে এই দুর্ঘটনা?


রবিবার গভীর রাতে চ্যাংরাবান্ধায় এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, এদিন কোচবিহারের শীতলকুচি থেকে প্রায় ২৭  জনের পুণ্যার্থীর দল একটি পিকআপ ভ্যানে চেপে জল্পেশের দিকে যাচ্ছিলেন। সেই পিক আপ ভ্যানটি চ্যাংরাবান্ধার ধরলা সেতুর ওপর দিয়ে যাচ্ছিল। কিন্তু ওই সেতু পার হওয়ার পরই জেনারেটর থেকে সেই গাড়িতে শর্ট সার্কিট হয় বলে জানিয়েছেন কয়েকজন পুণ্যার্থী।


ঘটনার আকস্মিতকা বুঝে ওঠার আগেই অসুস্থ হয়ে পড়েন পুণ্যার্থীরা। অসুস্থদের চ্যাংরাবান্ধা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের বাড়ি শীতলকুচিতে। ১৬ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। এরপরই পুলিশ ঘটনার গভীরে ঢুকে অনুমান করে যে সেখানে হয়ত জেনারেটর চালিয়ে ডিজে বক্স বাজানো হচ্ছিল। তার জন্যই হয়ত এই ঘটনা ঘটেছে।


মালদায় বাজ পড়ে মৃত্যু


গতকাল বাজ পড়ে মৃত্যু হয় এক বধূর। বছর একান্নোর মৃতার নাম অঞ্জলী বিশ্বাস। বামনগোলা থানার মানোলিগ্রামে মৃতার বাড়ি।জমিতে কাজ করে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।তবে এই প্রথমবার নয়, আগেও বহুবার বাজ পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।