শুভেন্দু ভট্টাচার্য, কোচচিহার: আদালতের (Calcutta Highcourt) রায়ে চাকরি গিয়েছে তরুণীর। হারিয়েছেন শিক্ষিকার (Teacher) পদ। আর এরপরই বিয়ে করতে বেঁকে বসেন হবু পাত্র। এরপরই হবু বরের বাড়িতে ধর্নায় বসে ছিলেন মাথাভাঙ্গার প্রাথমিক স্কুলের শিক্ষিকা নিবেদিতা দেব। এমন ঘটনা ঘটেছে কোচবিহারে (Coochbihar)।
কী ঘটনা?
কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার বাসিন্দা নিবেদিতা দেব ছিলেন পেশায় শিক্ষিকা (Teacher)। যদিও এসএসসি (SSC) দুর্নীতিকাণ্ডে (Scam) চাকরি গিয়েছে তরুণীর। আর এরপরই জানা যায় ওই তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন যুবক। তাঁদের বিয়ের কথা হয়েছিল আগেই। তবে সূত্রের খবর, আদালতের নির্দেশে তরুণীর চাকরি যাওয়াতেই বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন হবু বর।
এদিকে প্রেমিকের এই সিদ্ধান্তে প্রাথমিকভাবে মাথায় আকাশ ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়। এরপরই নিবেদিতা সোমবার রাত থেকে হবু বরের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসেন। এরপর তিন দিন ধর্না চলার পর অবশেষে ছেলে রাজি হয় বিয়ে করতে, এমনটাই খবর।
অবশেষে দুই বাড়ির এবং স্থানীয়দের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। মেয়ের বাড়ির লোক এসে ছেলেকে আশীর্বাদ করে যায়, এমনটাই জানা গিয়েছে। আজ রেজিস্ট্রি হয়েছে যুগলের, বিয়ে হবে ৮ জুলাই, এমনটাই খবর।
আরও পড়ুন, 'খালি খাতাতেও চাকরি', কত টাকা ? SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় বিস্ফোরক ভাইরাল অডিও!
প্রসঙ্গত, এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জনের চাকরি গিয়েছে। এই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি ভাইরাল অডিও ক্লিপ শুনিয়েছিলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম। সেই অডিও ক্লিপটি এবিপি আনন্দ-র ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে শোনানো হয়। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। তবে অনুষ্ঠানে জানান, আদালতে তিনি বলেছিলেন এটি একটি মাল্টি-লেয়ারড স্ক্যাম, আদালতের ভাষায় এটি যা গণদুর্নীতি। আইনজীবীর দাবি, এটি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। এতে হয়ত জেলা প্রশাসন, হেড মাস্টার থেকে পাড়ার দালাল সকলেই জড়িত। নইলে লকডাউনের মধ্যে একজন নিয়োগ পান কীভাবে।