News Live: কোচবিহারে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে TMCP-র স্লোগান, বিরোধী দলনেতাকে দেখানো হল কালো পতাকা
News Live Updates: দিনের রাজ্য ও দেশের সব এলাকার গুরুত্বপূর্ণ খবরের এক ঝলক এখন আপনার হাতের নাগালেই - - - -
ABP Ananda Last Updated: 05 Aug 2025 10:06 PM
প্রেক্ষাপট
উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানউত্তরকাশীর গ্রামে ভেসে গেল বহু বাড়ি, বাজার, চাপা পড়ার সম্ভাবনা অনেকেরজলের তোড়ে ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীSIR-এর প্রতিবাদে...More
উত্তরকাশীতে মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানউত্তরকাশীর গ্রামে ভেসে গেল বহু বাড়ি, বাজার, চাপা পড়ার সম্ভাবনা অনেকেরজলের তোড়ে ভেসে গেল উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামের বিস্তীর্ণ অংশঘটনাস্থলে বিপর্যয় মোকাবিলা বাহিনীSIR-এর প্রতিবাদে সরব বিরোধীরা। সংসদ ভবনের সামনে বিক্ষোভ ইন্ডিয়া জোটের। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে আলোচনা দাবি।NDA সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা। অপারেশন সিঁদুর ও মহাদেবের সাফল্যের নিয়ে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা। আক্রান্ত নেতা-কর্মীদের পাশে দাঁড়াতে আজ কোচবিহারে শুভেনদু। কর্মসূচির পাল্টা তৃণমূলের। ১৯টি জায়গায় NRC-র বিরোধিতায় প্রতিবাদ। কালো পতাকা নিয়ে বিক্ষোভ, ধর্না।শুভেন্দুর সফরের আগে কোচবিহারে আক্রান্ত বিজেপি কর্মী। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির।বিজেপির গোষ্ঠী কোন্দল, পাল্টা দাবি তৃণমূলের। বাংলাদেশি মডেলকাণ্ডে গ্রেফতার আরও এক। মডেল-অভিনেত্রী শান্তা পালকে সাহায্য়ের অভিযোগে ধৃত নৈহাটির বাসিন্দা সৌমিক দত্ত। জাল নথি তৈরিতে সাহায্য়ের অভিযোগ।রহড়ায় অ্যান্টিক কয়েন কেনাবেচার আড়ালে অস্ত্র কারবার? অনুমান পুলিশের। বিহার থেকে আমদানি করে বিক্রি। কতদূর ছড়িয়ে র্যাকেট? আর কারা জড়িত? ধৃতকে দফায় দফায় জেরা। সুপ্রিম কোর্টে আজ ফের DA-শুনানি। গোটা দেশে প্রভাব, প্রয়োজনে রোজ শুনানি, জানিয়ে দিল আদালত। পুজো অনুদানকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা। অসুস্থ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সুস্থ না হওয়া পর্যন্ত লোকসভায় তৃণমূলের দলনেতার দায়িত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়।একসঙ্গে কাজ করার বদলে সাংসদদের ঝগড়ায় বিরক্ত নেত্রী। এরকম চলবে শৃঙ্খলা বিরোধী পদক্ষেপ। ইস্তফা-বিতর্কের মধ্যেই কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। বিরক্ত নেত্রী, সাংসদদের হুঁশিয়ারি চলতি মাসেই ফের বঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। ২০ অগাস্ট দমদমে সভার সম্ভাবনা। উদ্বোধন করতে পারেন নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের। টার্গেট ছাব্বিশের ভোটের দিন ঘোষণার আগেই বাংলায় আসবেন নরেন্দ্র মোদি-অমিত শাহ-সহ কেন্দ্রীয় নেতারা। সংগঠন ধরে রাখতে শমীক-সুকান্তকে নির্দেশ। SIR নিয়ে তৃণমূলের মোকাবিলায় বঙ্গ বিজেপিকে পাল্টা প্রচারে নামার নির্দেশ দিল্লির।তথ্য দিয়ে সাহায্য করবে কেন্দ্রীয় নেতৃত্ব। শমিক-সুকান্তকে বার্তা অমিত শাহের। ছাব্বিশের ভোটের আগে জেলাওয়াড়ি বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুরু কোচবিহার দিয়ে। অসম সীমানাবর্তী এলাকায় বাংলা ভাষা নিয়ে আন্দোলনে জোর। ভোটের আগে জেলাওয়াড়ি বৈঠক বাংলায় বলায় ফের হরিয়ানায় অত্যাচার? থানায় আটকে অত্যাচারের অভিযোগ গোয়ালপোখরের পরিযায়ী শ্রমিকের। আতঙ্ক নিয়েই ঘরে ফিরলেন ৫০জন। বাংলা বলে কোনও ভাষা নেই। দিল্লি পুলিশের ফরমানের পর অমিত মালব্যের পোস্টে তোলপাড়। পরিকল্পিতভাবে ভাষা সন্ত্রাস ছড়ানোর অভিযোগে সরব তৃণমূল। ভোটার কার্ডে নাম বাদের অভিযোগের মধ্যেই জোড়া ভোটার কার্ড বিতর্ক। বিহারের বিরোধী দলনেতা। পাটনা থানায় লালুপুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের। SIR-এর বিএলও হিসেবে প্রাথমিক শিক্ষকদের নিয়োগে কোনও বাধা নেই। মামলায় হস্তক্ষেপ না করে জানিয়ে দিল হাইকোর্ট। স্কুলের কাজে ক্ষতির দাবিও খারিজ। TMCP-র প্রতিষ্ঠা দিবসের দিনই হবে পরীক্ষা। সরকারি আপত্তি উড়িয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তেই সিন্ডিকেটের সায়। বিরোধিতায় ৩ সরকারি প্রতিনিধি। প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। ৮১ বছর বয়সে দিল্লির হাসপাতালে মৃত্যু। রাজ্যসভার অধিবেশন মুলতুবি। শোকবার্তা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
News Live Updates: শুভেন্দু অধিকারীকে আক্রমণের খোঁজ নিল শাহ-মন্ত্রক
খাগড়াবাড়িতে বিরোধী দলনেতার কনভয়ে হামলা। কালো পতাকা নিয়ে তৃণমূলের বিক্ষোভ। গোবর-জল দিয়ে শুদ্ধকরণ। খোঁজ নিল অমিত শাহের মন্ত্রক।