তুফানগঞ্জ : তুফানগঞ্জে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রা শুরুর আগেই তৃণমূলে গণইস্তফা। দল বেঁধে ইস্তফা দিলেন ৩২ জন তৃণমূল নেতা। তুফানগঞ্জের ধলপল অঞ্চলের ৩২ পদাধিকারীর ইস্তফা। এই তালিকায় রয়েছেন বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, ব্লক কমিটির সদস্যরা। দলে পুরনো কর্মীদের গুরুত্ব না দেওয়ার অভিযোগ।

কোচবিহারে (Coochbehar) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার আজ দ্বিতীয় দিন। কোচবিহার দক্ষিণ, কোচবিহার উত্তর, নাটাবাড়ি ও তুফানগঞ্জ- চারটি বিধানসভা এলাকাতেই অভিষেকের কর্মসূচি রয়েছে। সকালে মাথাভাঙা থেকে বেরিয়ে প্রথমে কোচবিহার দক্ষিণে কদমতলা এলাকায় জনসভা। ঘুঘুমারি হয়ে পরের সভা কোচবিহার উত্তর কেন্দ্রের কাকড়াবাড়ি স্কুলের মাঠে।

তৃণমূলের জনসংযোগ কর্মসূচির প্রথম দিনই দিকে দিকে চরম বিশৃঙ্খলা দেখা দেয় ! ব্যালট বাক্স ভাঙচুর, ব্যালট পেপার ছিনতাই, চেয়ার ছোড়াছুড়ি, বচসা-মারামারি থেকে ভোটার জখম হওয়া, তৃণমূলের 'গ্রামবাংলার মতামত' কর্মসূচিতে বাদ যায়নি কোনও কিছুই। 

ভোটের আগেই কার্যত ফিরল ভোটের দিনের পরিস্থিতি। ভোটের দিন যে পরিস্থিতি তৈরি হয়, এদিনও সেইরকম পরিস্থিতিই তৈরি হল তৃণমূলের গণভোটে। দেখে মনে হচ্ছে, যেন রাত-বিরেতে পঞ্চায়েত ভোট হচ্ছে বঙ্গে। এর শুরুটা হয়েছিল, দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল মাঠে। সেখান থেকে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে সিতাইয়ের গোসানিমারি হাইস্কুলের মাঠে। দু-জায়গাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়তেই শুরু হয় ব্যালট বাক্স ভাঙচুর থেকে ব্যালট পেপার ছিনতাই, ছবি দেখে মনে হবে, যেন পঞ্চায়েত নির্বাচন চলছে।

এরপরই, শীতলকুচি পঞ্চায়েত সমিতির মাঠের জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই অশান্তির জন্য দু-জায়গাতেই ভোট বাতিল করা হচ্ছে। এরপর, মাথাভাঙা কলেজ মাঠে আসেন অভিষেক। এখানেই তাঁবুতে রাত্রিবাস করেন তিনি। আর, এখানেই প্রিসাইডিং অফিসারের উপস্থিতিতে ৭৫টি তাঁবুতে, ৭৫টি পঞ্চায়েতের ভোট শুরু হয় রাত সাড়ে আটটার পর। তার আগে, উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন অভিষেক। কিন্তু, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারিতেও কোনও কাজ হয়নি। ভোট শুরু হতেই, শুরু হয় বিশৃঙ্খলা। একটা তাঁবুতে শেষ হতে না হতেই, অন্য তাঁবুতে অশান্তি ছড়িয়ে পড়ে। মাথা ফাটে একজনের। পরিস্থিতি এমন হয় যে পুলিশকে ছুটে আসতে হয়। বিশৃঙ্খলার জেরে বন্ধ করে দিতে হয় অন্তত ২০টি পঞ্চায়েতের ভোট।

পঞ্চায়েত ভোটে যোগ্য় প্রার্থী খুঁজতে বেরিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আর, সেই ভোট ঘিরেই ফিরল ভোট-অশান্তির চেনা ছবি।