শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কৃষ্ণ কল্যাণীর বিজেপি ত্যাগের পর জল্পনা বাড়ালেন আরও এক বিধায়ক। এবার নাটাবাড়ির বিজেপি বিধায়কের বাড়িতে গেলেন তৃণমূলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন। নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামীর সঙ্গে গিরীন্দ্রনাথ বর্মনের সাক্ষাৎ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও দু’পক্ষেরই দাবি, এটা একেবারেই সৌজন্য সাক্ষাৎ। ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন মিহির।


উল্লেখ্য, কিছুদিনের মধ্যেই দিনহাটা আসনে উপনির্বাচন হবে। ওই আসনে বিধানসভা ভোটে সামান্য ব্যবধানে হেরে গিয়েছিল তৃণমূল। নিশীথ প্রামানিক এই আসন থেকে ইস্তফা দেওয়ায় উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে। ওই আসনে তৃণমূল প্রার্থী করেছে উদয়ন গুহকে। এই আসনের উপনির্বাচনের পরিপ্রেক্ষিতে দুই নেতার সাক্ষাৎ যথেষ্ট তাৎপর্য্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


কোচবিহার শহরেই মিহির গোস্বামীর বাড়ি। হঠাৎই এদিন তাঁর বাড়িতে আসেন গিরিন্দ্রনাথ বর্মন। বেশ কিছুক্ষণ আলাপচারিতা হয় তাঁদের মধ্যে। সাক্ষাতের পর গিরিন্দ্রনাথ বর্মন বলেছেন, তাঁরা দীর্ঘদিনের সহকর্মী। মহালয়ার দিন শুভেচ্ছা জানাতে এসেছেন। তিনি বলেছেন,  মিহিরদা আমার কাছে শ্রদ্ধেয় ব্যক্তি। দলের জেলা সভাপতি হওয়ার পর আসতে পারেনি। তাঁর পরামর্শ ও আশীর্বাদ নিতে এসেছি।


কিছুদিন আগেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরীর বিরুদ্ধে তোপ দেগে, দল ছাড়ার কথা ঘোষণা করেছেন রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জের বিধায়কের মন্তব্য উস্কে দিয়েছে তাঁর দলবদলের জল্পনা। এই ঘটনা ঘিরে বিজেপি আরও ভাঙবে বলে হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।


সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, উত্তর ২৪ পরগনার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস,উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। এরপর বিজেপিকে ধাক্কা দিয়ে দল ছেড়েছেন উত্তরবঙ্গের আরও এক বিধায়ক। ভোটে জেতার কয়েক মাস পর থেকেই, বিজেপি নেতৃত্বের সঙ্গে মতবিরোধ বাড়তে থাকে কৃষ্ণ কল্যাণীর। বিজেপির সঙ্গে দূরত্ব আরও বাড়িয়ে, নিজের অফিস থেকে নরেন্দ্র মেদির ছবি ও দলের পতাকা সরিয়ে নেন রায়গঞ্জের বিধায়ক।পাশাপাশি, একাধিক ইস্যুতে রায়গঞ্জের বিজেপি সাংসদের বিরুদ্ধে বারবার তিনি সরব হতে থাকেন। এদিন দল ছাড়ার জন্য, দেবশ্রী চৌধুরীকে কাঠগড়ায় তোলেন কৃষ্ণ কল্যাণী। যদিও তাঁর অভিযোগ খারিজ করে দেন দেবশ্রী। বিধানসভার ভোটের মুখে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কৃষ্ণ কল্যাণী।বিধানসভা নির্বাচনে এবারই প্রথম রায়গঞ্জ থেকে জেতেন এই বিজেপি প্রার্থী। আবার কি পুরনো দলে ফিরবেন রায়গঞ্জের বিধায়ক? জল্পনা তুঙ্গে। এ ব্যাপারে তিনি বলেছিলেন, কোন দলে যাচ্ছি সেটা ভবিষ্যৎ বলবে। চিন্তাভাবনা করব। এই পরিস্থিতিতে তৃণমূল দাবি করেছিল, আরও ভাঙবে বিজেপি।