শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা : কোচবিহারের (Coochbehar) মাথাভাঙা ২ নম্বর ব্লকের বড়শোলমারি পঞ্চায়েতের তৃণমূল (TMC) অঞ্চল সভাপতি নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ। মিছিল, পাল্টা মিছিল ঘিরে প্রকাশ্যে জেলা সভাপতি ও চেয়ারম্যানের অনুগামীদের মতবিরোধ। গোটা ঘটনায় শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি।


কোচবিহারে প্রকাশ্যে তৃণমূলের জেলা সভাপতি বনাম জেলা চেয়ারম্যানের অনুগামীদের দ্বন্দ্ব। বৃহস্পতিবার মাথাভাঙা ২ নম্বর ব্লকের বড়শোলমারিতে মিছিল করলেন তৃণমূলের কোচবিহার জেলার সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামীরা। 


অভিযোগ-পাল্টা অভিযোগ-


টাকার বিনিময়ে অঞ্চল সভাপতি ঠিক করা হচ্ছে। জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে এই অভিযোগ তুলে বড়শোলমারিতেই মিছিল করেছিলেন তৃণমূলের কোচবিহার জেলার চেয়ারম্যানের অনুগামীরা। এই প্রেক্ষাপটে, বৃহস্পতিবার পার্থপ্রতিম রায়ের সমর্থনে পাল্টা মিছিল করলেন তৃণমূলের জেলার সভাপতির অনুগামীরা। তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের অনুগামীদের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন জেলা রাজনীতিতে পার্থপ্রতিম রায়ের অনুগামী বলে পরিচিত তৃণমূলের বড়শোলমারির অঞ্চল সভাপতি। 


আরও পড়ুন ; চপ ভাজার পর এবার চাষের কাজ, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বাঁকুড়ার বিজেপি বিধায়কের


মাথাভাঙার বড়শোলমারির অঞ্চল সভাপতি দীপক বিশ্বাস বলেন, পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে আর্থিক লেনদেনের যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মনের অনুগামীরা অর্থের বিনিময়ে অঞ্চল সভাপতি করার প্রস্তাব দিয়েছিল, তার প্রমাণও আমার কাছে আছে।


যদিও চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেছেন, ভিত্তিহীন অভিযোগ। এরকম কোনও টাকার লেনদেনের কথা হয়নি।


এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। কোচবিহার জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, অঞ্চল সভাপতি করা নিয়ে টাকার লেনদেন হয়েছে বোঝা যাচ্ছে। কে কত টাকা খাবে তাই নিয়ে তৃণমূলের কোন্দল প্রকাশ্যে।


আগামী বছর রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে দ্বন্দ্ব সামলাতে কী ব্যবস্থা নেয় তৃণমূল সেটাই দেখার। তবে, এই ইস্যু নিয়ে জেলার রাজনীতিতে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে।