শুভেন্দু ভট্টাচার্য়, দিনহাটা : উত্তরপ্রদেশের বাসিন্দা হয়েও এ রাজ্য থেকে স্থায়ী বাসিন্দার শংসাপত্র তোলার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার এক যুবক। ধৃতের নাম ইন্দ্র পাল সিং। শুক্রবার ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে সাত দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন।


অভিযোগ, আগ্রার বাসিন্দা ইন্দ্র পাল সিং নামে ওই যুবক শুক্রবার দিনহাটা মহকুমা শাসকের দফতরে কয়েকজনের স্থায়ী বাসিন্দার শংসাপত্র তোলার জন্য উপস্থিত হয়। সেই সময় স্থানীয় কিছু মানুষের সন্দেহ হয়। এরপর তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। স্থানীয় এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে ইন্দ্র পাল সিংকে গ্রেফতার করে পুলিশ। তার মোবাইল ফোনে আরও কিছু অবাঙালি যুবকের জন্য শংসাপত্র পাওয়া যায়।


এর পিছনে একটি চক্র জড়িত আছে বলে পুলিশের ধারণা। কেন্দ্রীয় সরকারি বিভিন্ন চাকরির জন্য পশ্চিমবঙ্গ থেকে আবেদন করত এই চক্রের লোকজন, এমনটাই মনে করা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে এর পিছনে আর কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।


বেরোয়নি বিজ্ঞপ্তি, নেই পদের অস্বস্তিও, নিয়োগপত্র হাতে হাজির যুবক


নিয়োগের কোনও বিজ্ঞপ্তি বেরোয়নি। নেওয়া হয়নি চাকরির কোনও পরীক্ষা। আর সব থেকে বড় কথা, যে পদে যোগ দিতে এসেছেন, বাস্তবে সেই পদই নেই। ফলে, চাকরিতে যোগ দিতে আসা যুবকের ঠাঁই হল শ্রীঘরে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, বৃহস্পতিবার হাসপাতালের গ্রুপ সি পদে যোগ দিতে নিয়োগপত্র নিয়ে হাজির হন বেলডাঙা থানার মহেশপুরের বাসিন্দা অভিজিৎ মণ্ডল। কিন্তু যে পদে তিনি যোগ দিতে এসেছেন, হাসপাতালে সেই ল্যাবরেটরি অ্যাসিস্ট্য়ান্ট পদই না থাকায় সন্দেহ হয় হাসপাতালের আধিকারিকদের। তাঁদের দাবি, নথি পরীক্ষা করে দেখা যায়, সব ভুয়ো। নিয়োগ-দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে শোরগোলের মধ্যে হইচই ফেলে দিয়েছে মুর্শিদাবাদের এই ঘটনা। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবকের পিসেমশাইয়ের খোঁজ চলছে।


মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের MSVP অনাদি রায়চৌধুরী বলেন, 'মেডিক্যাল অ্যাসিস্ট্য়ান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট - এই ধরনের আলাদা করে কনও পোস্ট নেই। ল্যাবরেটরি টেকনোলজিস্ট বলে পোস্ট আছে, কিন্তু , ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের কোনও পোস্ট নেই। গত কয়েক মাসের এর জন্য় কোনও নিয়োগের বিজ্ঞপ্তিও বেরোয়নি।'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।