শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তেলের খরচ বাবদ ৮০ লক্ষ টাকা বকেয়া রয়েছে পুরসভার। এই অবস্থায়, আপাতত গাড়ির তেলের খরচ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচবিহারের নতুন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। পাল্টা, তেল দুর্নীতির অভিযোগ তুলেছে বামেরা।                            


কোচবিহার পুরসভায় গাড়ির তেলের খরচ বাবদ ৮০ লক্ষ টাকা বকেয়া রয়েছে। দায়িত্ব নিয়েই এক্ষেত্রে খরচ কমাতে সক্রিয় হলেন কোচবিহারের নতুন পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ। আপাতত গাড়ির তেলের খরচ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উপপুরপ্রধানও গাড়ির তেলের খরচ নেবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।                            


পুরপ্রধানের দায়িত্ব নেওয়ার পর, সোমবার প্রথমবার পুরসভায় যান রবীন্দ্রনাথ ঘোষ। আধিকারিকদের সঙ্গে কথা বলে, পুরসভার আর্থিক অবস্থার বিষয়ে খোঁজ নেন। সূত্রের খবর, তখনই জানা যায়, গাড়ির তেলের বিল বাবদ পুরসভার প্রায় ৮০ লক্ষ টাকা বকেয়া রয়েছে। এরপরই, ব্যয় সঙ্কোচের সিদ্ধান্ত নেন রবীন্দ্রনাথ ঘোষ।                        


কোচবিহার পুরপ্রধানের রবীন্দ্রনাথ ঘোষ, "তেলের জন্য ৮০ লক্ষ টাকা বকেয়া...ওটা দেখছি...আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি ও ভাইস চেয়ারম্যান তেলের পয়সা নেব না। পরে, আর্থিক অবস্থা দেখে সিদ্ধান্ত, এখন দু’মাস তেলের টাকা নেব না।" পুরপ্রধানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও, তেল দুর্নীতির অভিযোগে সরব হয়েছে বামেরা।


কোচবিহারের সিপিএম কাউন্সিলর মধুছন্দা সেনগুপ্ত বলেন, "তেল নিয়ে দুর্নীতি হয়েছে, আমরা আগেও সরব হয়েছি, এই দুর্নীতির তদন্ত হওয়া প্রয়োজন।" পুরসভা সূত্রে খবর, তেলের খরচের পাশাপাশি পুরসভায় কতগুলি গাড়ি চলছে, সেই বিষয়েও খোঁজ নেন নতুন পুরপ্রধান। অনেক গাড়ির লগবুক নেই। তা নিয়ে কর্মীদের সতর্ক করেছেন রবীন্দ্রনাথ ঘোষ।