ঝিলম করঞ্জাই, সুনীত হালদার, হাওড়া : লাইন মেরামতির পর বালেশ্বর দিয়ে ট্রেন চলছে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে। এখনও স্বাভাবিক নয় দক্ষিণ-পূর্ব রেলের দূরপাল্লার ট্রেন চলাচল। আতঙ্কও কাটছে না।
মঙ্গলবার দিনভর ওই লাইনের ২১টি ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল ট্রেনের মধ্যে আছে -
- আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস
- আপ ও ডাউন হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস
- শালিমার-চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস
- হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস
- ভদ্রক-হাওড়া এক্সপ্রেস
- ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস
- আপ ও ডাউন খড়গপুর-খুরদা রোড এক্সপ্রেস
- শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন।
অসংখ্য ট্রেন বাতিল হওয়ায় দিনভর চরম দুর্ভোগে যাত্রীরা। ভিড় করছেন অনুসন্ধান কাউন্টারে।
মঙ্গলবার সকালে হাওড়ায় ঢোকে ডাউন পুরী-হাওড়া এক্সপ্রেস। আতঙ্কের ছাপ ছিল যাত্রীদের চোখে-মুখে। সকাল পৌনে ৮টা নাগাদ নির্বিঘ্নে হাওড়ায় পৌঁছে যাত্রীরা জানিয়েছেন, বাহানাগার কাছে ট্রেন চলছিল ধীর গতিতে। ওই জায়গা দিয়ে যাওয়ার সময়, আতঙ্কে বুক কেঁপেছে যাত্রীদের। করমণ্ডল-বিপর্যয়ের পর গোটা ট্রেন যাত্রাটাই কেটেছে আতঙ্কে। পুরী যাচ্ছেন জেনে পরিচিতরা ফোনে আর অপরিচিতরা সোশাল মিডিয়ার মাধ্যমে কুশল জানতে চেয়েছেন। এই অভিজ্ঞতা পুরী-হাওড়া এক্সপ্রেসের প্রায় প্রতিটি যাত্রীর।
ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে রবিবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। রাত ১০টা ৪০-এ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় রাত ১২টা ৫-এ।
রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, মঙ্গলবার থেকে অনেকটাই স্বাভাবিক হবে রেলওয়ে পরিষেবা। দুর্ঘটনার ভীষণ অভিঘাতে রেলট্র্যাক ভেঙে ঢুকে গিয়েছিল বগির মধ্য়ে! কোথাও লাইন বেঁকে গিয়েছিল ধনুকের মতো। আবার কোথাও ট্রেন লাইনের একাংশ উপড়ে গিয়েছিল। দুর্ঘটনার ৫১ ঘন্টার মাথায় ধ্বংস্তূপ সরিয়ে যুদ্ধকালীন তৎপরতায় রেল ট্র্যাক স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার কাজ শেষ হয় রবিবার রাতে। ডাউন লাইনে মালগাড়ি চালিয়ে ট্র্যাকের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন রেলমন্ত্রী।
পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানোর পর, সোমবার সকাল থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ প্রথম ছাড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। এরপর হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস রওনা দেয়। শুধুমাত্র হাওড়া-ব্য়াঙ্গালোর যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়। বেলা ১০টা ৫০-এর পরিবর্তে হাওড়া থেকে দুপুর ৩টেয় ছাড়ে।