নয়াদিল্লি: অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি থাবা বসিয়েছে বিশ্ব অর্থনীতিতে। বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইও চলছএ বিশ্বের তাবড় প্রযুক্তি সংস্থাগুলিতে। সেই আবহেই একগুচ্ছ নয়া ঘোষণা করল আমেরিকার বহুজাতিক প্রযুক্তি সংস্থা Apple. সোমবার ওয়র্ল্ডওয়াইড ডেভলপার কনফারেন্স (WWDC) ছিল সংস্থার। সেখানেই একগুচ্ছ ঘোষণা করেন Apple-এর CEO টিম কুক, যার মধ্যে রয়েছে ভিশন প্রো হেডসেট এবং ১৫ ইঞ্জির ম্যাকবুক এয়ার। 


ভিশন প্রো হেডসেট


সংস্থার মিক্সড-রিয়্যালিটি হেডসেট নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে জল্পনা-কল্পনা, সোমবার যাতে সিলমোহর দিল Apple. বলা হয়েছে, এই ভিশন প্রো হেডসেট হবে একেবারে স্বচ্ছ। ব্যবহারকারীকে দেখলে মনে হবে, চোখে চশমা পরেছেন হয়ত। চোখ, মস্তিষ্ক, কণ্ঠস্বর দিয়ে অ্যাপ-সহ সবকিছু নিয়ন্ত্রণ করা যাবে। অ্যাপ-সহ বাকি সবকিছু চোখের সামনে বাস্তব হয়ে ধরা দেবে, যা আসলে কম্পিউটার এবং বাস্তব দুনিয়াকে সুপারইম্পোজ করে বানানো। 


কেমন হতে চলেছে সেই অভিজ্ঞতা, সোমবার তার একঝলকও তুলে ধরে Apple. তাতে 3D-র জগতে নিজেই উদ্ভাবন ঘটাচ্ছেন গ্রাহক। ওই ভিশন প্রো হেডসেট একটি ডিজিটাল ক্রাউন-ও রয়েছে, ঠিক Apple Watch-এর মতো। সেটি ব্যাটারি দ্বারা চালিত, দু'ঘণ্টা একটানা চলতে পারে।


শুধু তাই নয়, ভিশন প্রো হেডসেটে রয়েছে 3D ক্যামেরা। রয়েছে আইসাইট ফিচার, যাতে ফুটে উঠবে নিজের চোখই। চাইলে বিশেষ মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখা যাবে। Apple-এর M2 চিপসেট বসানো রয়েছে ভিশন প্রো হেডসেটে। এ ছাড়াও, নতুন R1 চিপও রয়েছে রিয়েল টাইম সেন্সর প্রসেসিংস-এর জন্য। Apple-এর নয়া অপারেটিং সিস্টেম visionOS এর দ্বারাই পরিচালিত হবে। ২০২৪-এর গোড়ার দিকে আমেরিকার বাজারে চলে আসছে, দাম পড়বে ৩৪৯৯ ডলার। পরে অন্য দেশগুলিতেও পৌঁছবে।


আরও পড়ুন: Whatsapp Web Down: হোয়াটসঅ্যাপ ওয়েবে বড় সমস্যা ! বিপদ বাড়ল ডেস্কটপ ইউজারদের


১৫ ইঞ্চির ম্যাকবুক এয়ার






সোমবার ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের MacBook Air-এরও ঘোষণা করেছে Apple. এটি ১১.৫ মিলিমিটার পুরু হবে। ১৫ ইঞ্চির MacBook Air-এ থাকছে Apple-এর নিজস্ব M2 চিপসেট। থাকছে দু'টি USB port, MagSafe চার্জিং ডক এবং স্ট্যান্ডার্ড হেডফোন জ্যাক। একবার চার্জ দিলে একটানা ১৮ ঘণ্টা চলবে বলে দাবি Apple-এর। এ ছাড়াও থাকছে, এইট-কোর CPU এবং টেন-কোর CPU. চারটি রংয়ে পাওয়া যাবে ১৫ ইঞ্চি দৈর্ঘ্যের MacBook Air, যার মধ্যে রয়েছে মিডনাইট এবং স্টারলাইটও। ভারতীয় মুদ্রায় দাম শুরু হবে ১ লক্ষ ৩৪ হাজার টাকা থেকে। এক সপ্তাহের মধ্যে হাতে পৌঁছে যাবে।

 

নয়া ম্যাক প্রো

 

বরাবর ম্যাক ব্যবহার করে এসেছেন যাঁরা, অন্য কিছু সয় না তাঁদের। সেই সমস্ত গ্রাহকের জন্যও সুখবর রয়েছে। আরও ঝকঝকে হচ্ছে Apple-এর ম্যাক। এবার সুপারচার্জড ম্যাক প্রো নিয়ে আসছে তারা। সেটি M2 Ultra 24-core CPU দ্বারা চালিত, থাকছে 76-kaj GPU সাপোর্ট, আটটি থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং সর্বাধিক ছয়টি প্রো ডিসপ্লে XDR. ম্যাক প্রো ফ্রেম তৈরি স্টেনলেস স্টিল দিয়ে। ভারতীয় মুদ্রায় ৭ লক্ষ ২৯ হাজার ৯০০ টাকা থেকে শুরু হচ্ছে দাম।  ম্যাক স্টুডিও আপডেট করা হয়েছে। M2 ম্যাক্স অথবা M2 আলট্রা চিপ দিয়ে কনফিগার করতে পারবেন, যার দাম শুরু ২ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা থেকে।

 

iOS 17

 

iOS-এর নতুন সংস্করণটি ইতিমধ্যেই পরবর্তী আইফোনে ব্যবহৃত গুরুত্বপূর্ণ সফ্টওয়্যার বলে বিবেচিত হচ্ছে। তাতে নয়া একটি ফিচার আনা হচ্ছে, 'Namedrop', যার মাধ্যমে দু'টি আইফোন এবং দু'টি অ্যাপল ওয়াচে সমস্ত ফোন নম্বর, গান, ইন্টারনেট এবং অন্য সবকিছু শেয়ার করা যাবে। ফেসটাইমের ক্ষেত্রে ভিডিও-অডিও-র পাশাপাশি ভয়সমেল নিয়ে আসছে Apple. তার আওতায় বন্ধু বা কাছের জনের জন্য ভিডিও মেসেজও ছাড়তে পারবেন গ্রাহক। এ ছাড়াও মেসেজ বিভাগেও বেশ কিছু বদল আনা হচ্ছে। গ্রুপ চ্যাট, অটো-নোটিফিকেশন থাকছে। স্ট্যান্টবাই-এর মাধ্যমে আগেই নিরাপত্তার ব্যবস্থা করেছিল Apple, যাতে গ্রাহ নিরাপদে গন্তব্যে পৌঁছেছেন কিনা, জানতে পারবেন তাঁদের কাছের লোকজন। 

 


 

iPadsOS 17

 

আইপ্যাডেও নয়া সফ্টওয়্যার আনছে Apple, iOS 17-এর মতোই হুবহু। থাকছে নয়া মেসেজ এবং AirDrop-এর ক্ষমতাও। টেক্সট লেখার আরও স্মার্ট হচ্ছে অটোকারেক্ট ফিচার। পার্সোনালাইজ লক স্ক্রিনের উপায়ও থাকছে। iPadsOS 17-এ থাকছে হেল্থ অ্যাপ। iOS-এর মতো লাইভ অ্যাক্টিভিটি, নোটস অ্যাপ এবং PDF অ্যানোটেশনও থাকছে।

 

macOS Sonoma

 

macOS Sonoma, ম্যাক অপারেটিং সিস্টেমের নয়া সংস্করণ। বেশ কিছু নয়া ফিচার থাকছে, যেমন, ডেস্কটপ উইজেট, অ্যাপল টিভির মতো এরিয়াল স্ক্রিনসেভার্স এবং মেসেজ ও সাফারির মতো অ্যাপ। গেমিংয়েও নয়া পছন্দ আনা হচ্ছে। ফেসটাইম মারফত এক্সপ্যান্ডেড ভিডিও কনফারেন্স ফাংশন থাকছে। থাকছে প্রাইভেট ব্রাউজিং ফাংশনালিটি।

 

tvOS 17

 

tvOS 17 আপডেটের ঘোষণাও করেছে Apple. অ্যাপল টিভিতেও এখন মিলবে ফেসটাইম। আইফোন এবং আইপ্যাডের ক্যামেরা থেকে ভিডিও কল ফুটে উঠবে টিভির বড় স্ক্রিনে। ফাইন্ট মাই-তে গিয়ে টিভির রিমোটও খুঁজতে পারবেন। তবে নয়া Siri রিমোট থাকতে হবে তার জন্য।