অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের (Coromandel Express Derailed) ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ৪ দিনের মাথায় দুর্ঘটনার কারণ জানতে বাহানাগায় সিবিআই। ১০ সদস্যের সিবিআই টিম পৌঁছল বালেশ্বরে। টিমের নেতৃত্বে সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী। দুর্ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক রিপোর্ট সংগ্রহ করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা।


জানা গিয়েছে, রেলের অফিসার ও কর্মীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলতে পারেন আধিকারিকরা। ট্রেন দুর্ঘটনার নেপথ্যে নাশকতা নাকি, অন্তর্ঘাত, তা জানতেই সিবিআই (CBI) তদন্তের সুপারিশ করা হয়। যদিও তা নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজাও। 


কীভাবে কার ভুলের মাশুল গুণতে হল ২৭৫ জন রেল যাত্রীকে? কীভাবে দুর্ঘটনা, অন্তর্ঘাত না অন্য কিছু ? কীভাবে ঘটল এত বড় রেল দুর্ঘটনা ? কারও ভুলের কারণে ? গাফিলতি ? নিছক দুর্ঘটনা ? নাকি এর পিছনে রয়েছে কোনও নাশকতা বা ষড়যন্ত্র ? করমণ্ডল বিপর্যয়ের কারণ হিসাবে একাধিক তত্ত্ব উঠে আসছে। এই অবস্থায় বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় CBI তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ।


কীভাবে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়়ল, তা নিয়ে চাপানউতোরের মধ্যেই একটি অডিও ক্লিপ, নিজের ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। এদিকে, বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে বিশেষজ্ঞদের নিয়ে কমিশন গঠন করে এই দুর্ঘটনার তদন্তের দাবি-তে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। মামলার আবেদনে ট্রেনের বিশেষ সুরক্ষা প্রযুক্তি অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা ‘কবচ’ ব্যবহারের বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকাও চাওয়া হয়েছে।


আরও পড়ুন- বালেশ্বরে করমণ্ডল-বিপর্যয়ের পর আজ আবার ওড়িশায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


এদিকে, বারবার সতর্কতা সত্ত্বেও ঘুম ভাঙেনি রেলের? পাঁচমাস আগেই মহীশূর ডিভিশনে একই রকম দুর্ঘটনার কবলে পড়ে আপ সম্পর্ককান্তি এক্সপ্রেস। ৮ ফেব্রুয়ারি পয়েন্টের ভুলে মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে যায় ট্রেন। গতি কম থাকায় বিপর্যয় এড়াতে সক্ষম হন লোকো পাইলট। চিঠি দিয়ে বিষয়টি উচ্চপদস্থ কর্তাদের জানান দক্ষিণ-পূর্ব রেলওয়ের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজার। তারপরেও বালেশ্বর দুর্ঘটনা এড়াতে পারল না রেল। রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।                      


আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?