কলকাতা: ফের চোখ রাঙাচ্ছে ওমিক্রনের (Omicron) সাব ভ্যারিয়েন্ট বিএফ ডট সেভেন (BF.7)। হাসপাতালগুলিকে একগুচ্ছ নির্দেশ পাঠাল স্বাস্থ্য ভবন (Swasthya Bhawan)। গত একমাসের মধ্যে যাঁরা করোনা (Corona) আক্রান্ত হয়েছেন, তাঁদের জিন বিশ্লেষণের নির্দেশ। ২৯ ডিসেম্বরের মধ্যে নমুনা পাঠাতে হবে ট্রপিক্যাল মেডিসিনে (Tropical Medicine)। সব হাসপাতালকে নির্দেশ স্বাস্থ্য ভবনের। শুধুমাত্র উত্তরবঙ্গ মেডিক্যাল (North Bengal Medical College) ও জেএনএমের (JNM) নমুনা যাবে কল্যাণীতে। পরবর্তীতে ৫টি করে নমুনা পজিটিভ হলেই পাঠাতে হবে জিন বিশ্লেষণে। রোগীর বিস্তারিত তথ্য পাঠাতে হবে নমুনার সঙ্গে। শ্বাসকষ্ট নিয়ে কেউ হাসপাতালে ভর্তি হলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক। আজই নির্দেশিকা জারি স্বাস্থ্য ভবনের।


দেশের করোনা পরিস্থিতি: দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে। দেশে মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৭৬ হাজার ৬৭৮। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩০ হাজার ৬৯০ জনের। 


দেশের বিভিন্ন হাসপাতালে মহড়া: কোভিড মোকাবিলায় জরুরি ভিত্তিতে কীভাবে ব্যবস্থা নিতে হবে, মঙ্গলবার দেশের বিভিন্ন হাসপাতালে তা নিয়ে মহড়া হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য একটি সরকারি হাসপাতালে মহড়া পরিদর্শনে যাবেন। আমেরিকা, জাপান, চিন ব্রাজিলের-সহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। সতর্ক কেন্দ্র সরকার। আজ দুপুর ৩টেয় করোনা নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাজ্যের পক্ষে বৈঠকে হাজির থাকবেন চন্দ্রিমা ভট্টাচার্য। চিনসহ একাধিক দেশে বাড়ছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে এবার আগরায় জারি হল সতর্কতা। এবার তাজমহলে যেতে হলে করাতে হবে করোনা পরীক্ষা ।  জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই সংক্রমণ রুখতে শুরু হয়েছে করোনা পরীক্ষা। এবার পর্যটকদের জন্যও বাধ্যতামূলক হচ্ছে করোনা পরীক্ষা। 


চিনের পরিস্থিতি: চিনে ফের ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত। চিনে প্রতিদিন ১০ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে, অন্তত ৫ হাজার জনের মৃত্যু হচ্ছে। রিপোর্টে এমনই দাবি করল লন্ডনের গবেষণাকারী সংস্থা এয়ারফিনিটি। জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে সাড়ে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার। জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে। সেখানে একদিনে করোনা আক্রান্ত হয়েছে প্রায় ২লক্ষ ৭হাজার জন। এর আগে ২৫ অগাস্টে প্রথম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছিল ২ লক্ষ । 


ইঞ্জেকশন নয়, এবার নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন। ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিনে ছাড়পত্র দিল কেন্দ্র সরকার। এই ভ্যাকসিন বুস্টার ডোজ হিসেবে নেওয়া যাবে । এই ভ্যাকসিন নিতে পারবেন কোভিশিল্ড ও কোভ্যাক্সিন গ্রহীতারা। সূত্রের খবর, আজ থেকেই কো উইন অ্যাপে বুক করা যাবে । আপাতত বেসরকারি হাসপাতালে মিলবে ন্যাজাল ভ্যাকসিন।