কলকাতা: বড়দিনের (Christmas 2022) আগে সুখবর। এক মাসেরও বেশি সময় পর অবশেষে খুলল সাঁতরাগাছি ব্রিজ (Santragachhi Bridge)। আজ সকাল থেকেই শুরু হয়েছে স্বাভাবিক যান চলাচল। হাওড়া (Howrah) থেকে কলকাতায় (Kolkata) ঢোকার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয়েছিল যান নিয়ন্ত্রণ। যার জেরে  প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা।                                                                                                       

  


অবশেষে খুলল সাঁতরাগাছি ব্রিজ: যানজটে আটকে অ্যাম্বুল্যান্স, গাড়ির লম্বা লাইন, বাসের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা। মেরামতির জন্য় সাঁতরাগাছি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে, এতদিন চরম হয়রানির শিকার হচ্ছিলেন যাত্রীরা। এই ছবিটাই এবার বদলাতে চলেছে। এক মাসেরও বেশি সময় পর অবশেষে আজ শুক্রবার, খুলে গেল সাঁতরাগাছি ব্রিজ। হাওড়া থেকে কলকাতায় ঢোকার অন্যতম ভরসা সাঁতরাগাছি ব্রিজ। প্রতিদিন প্রায় ৭০ হাজার গাড়ি চলাচল করত এই সেতু দিয়ে। মেরামতির জন্য ১৯ নভেম্বর থেকে এই ব্রিজে শুরু হয় যান নিয়ন্ত্রণ। যার জেরে সকাল থেকে রাত, কোন এক্সপ্রেসওয়ে ও সংলগ্ন এলাকায় প্রবল যানজটে নাকাল হচ্ছিলেন যাত্রীরা।

দুর্ভোগ কমার আশা:
প্রথমে, ৩১ ডিসেম্বর পর্যন্ত ব্রিজ আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলেও দুর্ভোগ কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশে, যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় কাজ। ঠিক হয়, বড়দিনের আগেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি ব্রিজ। পূর্তমন্ত্রী পুলক রায় জানিয়েছেন, ২৩ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সকালেই খুলে দেওয়া হচ্ছে এই সেতু। বৃহস্পতিবার রাতের মধ্যে কাজ পুরোপুরি শেষ হয়। এবার দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন যাত্রীরা।                                                                      


আরও পড়ুন: KMC: কলকাতা পুরভোটে জয়ের বর্ষপূর্তি, কাজের রিপোর্ট কার্ড প্রকাশ করলেন তৃণমূল কাউন্সিলর