ঝিলম করঞ্জাই, সত্যজিৎ বৈদ্য, অনির্বাণ বিশ্বাস,, কলকাতা : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজার পেরলো। কলকাতায় দৈনিক সংক্রমণ ৮ হাজার পার! উত্তর ২৪ পরগনাতেও গত ২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মানুষ সংক্রমণের কবলে। দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা দেড় লক্ষের গণ্ডি ছাড়িয়েছে! 

এই পরিস্থিতিতে যতই বিশেষজ্ঞরা বলুন না কেন, ও ঢেউয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবণতা আগের দুইবারের থেকে কম, তাও হাসপাতালের বেড কিন্তু ফাঁকা নেই। করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তেই, আইসিইউ বেডের সঙ্কটের আশঙ্কা তৈরি হয়েছে। সরকারি থেকে বেসরকারি হাসপাতাল- অধিকাংশ জায়গায় প্রায় সব বেড ভর্তি। ক্রিটিক্যাল কেয়ারে উপচে পড়ছে ভিড়।


বাংলায় অসুস্থতার সংখ্যা রকেট গতিতে বাড়তে থাকায়, করোনার দ্বিতীয় ঢেউয়ের দুঃস্বপ্ন উস্কে, দেখা দিয়েছে ICU বেডের সঙ্কটের আশঙ্কা! ইতিমধ্যেই কলকাতার বেশ কিছু বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছে ICU বেড। 



  • আমরি হাসপাতালের তিনটি শাখার ৭৭টি কোভিড ICU বেডই ভর্তি। 

  • বেহালার নারায়ণ মেমোরিয়াল হাসপাতালের ৩০টি বেডেই রোগী রয়েছেন।

  • রুবি হাসপাতালের ১৭টির মধ্যে ১৫টিতে ভর্তি আছেন রোগী।

  • পিয়ারলেস হাসপাতালের ২০টি বেডের অধিকাংশই ভর্তি।

  • উডল্যান্ডস হাসপাতালের কোনও কোভিড ICU বেড ফাঁকা নেই। 

    শুধু বেসরকারি নয়, সরকারি হাসপাতালে বাড়ছে চাপ। সূত্রের খবর, এনআরএস, আরজি কর ও কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৭৫ শতাংশ ICU বেডই ভর্তি। করোনার তৃতীয় ঠেউয়ে উপসর্গ মৃদু হলেও, হাসপাতালের বেড-চিত্র সেই কথা বলছে না। কারণ, আক্রান্তের সংখ্যা যেহেতু অনেক বেশি, তাই আক্রান্তদের অল্প সংখ্যক রোগীর আইসিইউ বেড লাগলেও তা সংখ্যায় অনেক। এই পরিস্থিতিতি চিকিৎসকদের পরামর্শ, করোনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া যাবে না।




ভারতের করোনা আপডেট:

দেশে কোভিডের তৃতীয় ঢেউ বদলে গেল সুনামিতে। গতকালের তুলনায় সাড়ে ১২ শতাংশ বেড়ে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১ লক্ষ ৮০ হাজার। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন আক্রান্তের সংখ্যা চারশোর বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৫৯ হাজার ৬৩২।