নয়াদিল্লি: মার্চে নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে মহিলাদের ৫০ ওভারের ক্রিকেট বিশ্বকাপ। তার জন্য ১৫ জনের ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। দলে স্নেহ রানা, জেমাইমা রদ্রিগেজ, পুনম রাউতের (Punam Raut) মতো বেশ কিছু তারকা ক্রিকেটার জায়গা পাননি। তবে দলে সুযোগ না পাওয়া মরমে মরে রয়েছেন পুনম। যার বহিঃপ্রকাশ দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।
দলে জায়গা না পাওয়ায় হতাশ পুনম রাউত সোশ্যাল মিডিয়াকে নিজের ক্ষোভ প্রকাশের জন্য বেছে নিলেন। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘ভারতীয় দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার এবং ধারাবাহিক পারফর্মার হয়েও বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় আমি ভীষণ হতাশ। ২০২১ সালে ছয় ম্যাচে দুই শতরান ও দুই অর্ধশতরান-সহ ৭৩.৭৫ গড়ে আমি মোট ২৯৫ রান করি। বারবার পারফর্ম করেও এমনভাবে দল থেকে বাদ পড়াটা খুবই হতাশাজনক। তবে আমি হতাশ হলেও বিশ্বকাপে ভারতীয় দলের জার্সি গায়ে যারা মাঠ নামবে, তাদের সকলকে শুভেচ্ছা জানাতে চাই'।
৩২ বছর বয়সী পুনম ভারতের হয়ে ৭৩টি ওয়ান ডে ম্যাচে ৩৪.৮৩-র গড়ে মোট ২২৯৯ রান করেছেন। তবে ৫০ ওভারের ক্রিকেটে মাত্র ৫৮.২৬-র স্ট্রাইক রেটই সম্ভবত পুনমের বিপক্ষে গিয়েছে। মন্থর ব্যাটিংয়ের জন্য সমালোচিতও হয়েছেন। সম্ভবত সেই কারণেই পুনমকে দল থেকে ছেঁটে ফেলা হয়েছে। ৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারতীয় দল।
সামনেই নিউজিল্যান্ডের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (Womens ODI World Cup)। তার আগে কিউয়িদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে খেলতে অনেক আগেই উড়ে যাচ্ছে ভারত। ভারতের দল ঘোষণাও হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, বিশ্বকাপ ও তার আগের নিউজিল্যান্ড সিরিজের জন্য নির্বাচিত ক্রিকেটারদের নিয়ে মুম্বই বা বেঙ্গালুরুতে প্রস্তুতি শিবির আয়োজনের পরিকল্পনা ছিল বোর্ডের। মহিলা দলের কোচ রমেশ পওয়ার, অধিনায়ক মিতালি রাজ (Mithali Raj) বা সিনিয়র ক্রিকেটার ঝুলন গোস্বামীরাও (Jhulan Goswami) সেই মতো মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন।
কিন্তু কোভিড পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় সেই প্রস্তুতি শিবির আর হচ্ছে না। ক্রিকেটারেরা তাই বাধ্য হচ্ছেন যে যাঁর মতো প্রস্তুতি সারতে।
এমনিতেই মহিলা ক্রিকেটারদের প্রচুর ম্যাচ খেলার সুযোগ থাকে না। ভারতের সামনে জানুয়ারিতে কোনও সিরিজও নেই। তাই ঝুলন-রিচা ঘোষ থেকে শুরু করে মিতালি-হরমনপ্রীত কউর, প্রত্যেকে নিজের নিজের মতো করে প্র্যাক্টিস চালাচ্ছেন। ঝুলন যেমন সল্ট লেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে নেটে বোলিং ও ট্রেনিং করছেন। পাশাপাশি সিএবির ইন্ডোরে জিম করছেন। তাও ভিড় এড়িয়ে। এমন সময় বেছে নিয়েছেন তিনি, যখন মাঠ বা জিম ফাঁকা থাকে। বঙ্গ ক্রিকেটারদের মধ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। তাই সংস্পর্শ এড়িয়ে ভোরে বা দুপুরের ফাঁকা সময়ে প্রস্তুতি সারতে হচ্ছে কিংবদন্তি পেসারকে।