আশাবুল হোসেন, বাচ্চু দাস ও সুকান্ত মুখোপাধ্যায়, দার্জিলিং: রাজ্যপালের (Jagdeep Dhankhar) আমন্ত্রণে সাড়া দিয়ে দার্জিলিঙে (Darjeeling) রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) যাওয়ার আগেই সেখানে পৌঁছে যান অসমের মুখ্যমন্ত্রী। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল জিটিএ কাউন্সিলের বৈঠক, তাতেই যোগ দিতে দার্জিলিঙে গিয়েছেন রাজ্যপাল।


কখনও সংঘাত, কখনও সৌজন্য। বুধবার বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজ্যপাল। কিছুক্ষণ পর, দার্জিলিঙের রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা সেখানে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী এবং মোদি-অমিত শাহর অত্যন্ত ঘনিষ্ঠ হিমন্ত বিশ্বশর্মাও। 


রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাতও অবিরাম চলছে। তবে সংঘাতের মধ্যেই, সৌজন্যের এই ছবিও সামনে এসেছে। আর মুখ্যমন্ত্রী-রাজ্যপালের এই সাক্ষাতে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী ও মোদি-অমিত শাহের অত্যন্ত ঘনিষ্ঠ হেভিওয়েট বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। এ দিনই বিমানে বাগডোগরা পৌঁছন রাজ্যপাল। বাগডোগরা বিমানবন্দরে দাঁড়িয়ে রাজ্য সরকারকে ফের আক্রমণ করেন তিনি।


পাল্টা রাজ্যপালকে আক্রমণ করে তৃণমূল। এই বাগযুদ্ধের পরই সমতল ছেড়ে পাহাড়ে পৌঁছন রাজ্যপাল। আগে থেকে পাহাড় সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ে উপস্থিত ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও। হিমন্তকে সামনে রেখেই উত্তর পূর্ব ভারত কংগ্রেস মুক্ত করার অভিযানে নেমেছে বিজেপি।


তাঁর ওপরেই উত্তর পূর্বের রাজ্যগুলিতে NDA’র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে জেতানোর ভার দিয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব! সূত্রের খবর, এদিন রাজভবনে চা চক্রে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান রাজ্যপাল। প্রায় আড়াই ঘণ্টা রাজভবনে ছিলেন মুখ্যমন্ত্রী। 


যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাত্‍কার। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কথায়, পিঠ কে পিছে কেয়া হোতা হ্যায়, ওয়ো দেখ। কুছ কুছ হোতা হ্যায়। 


প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, আমি প্রথম থেকে বলছি মোদি-মমতা জোট বেধে চলে। সামনে যা হয়, সবটাই লোক দেখানো। দরজা বন্ধ করে লোকসভা নিয়ে আলোচনা হবে। দিদিমণির ওপর দায়িত্ব থাকবে বিরোধী ঐক্য ভাঙার। উল্লেখ্য, বৃহস্পতিবারই পাহাড় থেকে ফেরার কথা মুখ্যমন্ত্রীর।