কলকাতা: আগের দিনের তুলনায় অনেকটাই কমল রাজ্যের কোভিড (Covid) সংক্রমণের গ্রাফ। কিন্তু বেড়েছে কোভিড-মৃত্যুর সংখ্যা। ফলে উদ্বেগ কমার জায়গা নেই। পজিটিভিটি রেটও (Positivity Rate) মোটের উপর প্রায় একই জায়গায় রয়েছে। সোমবারের রাজ্য কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক হাজারের উপর।


রাজ্যের কোভিড-গ্রাফ:



  • বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত ১,০৯৪ জন।

  • গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা অবশ্য নতুন আক্রান্তের থেকে বেশি।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ মুক্ত হয়েছে ২ হাজার ৭৫৯ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৭.৮৯ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ৮ হাজার ৬৪৫টি কোভিড নমুনার।

  • ২৫ জুলাইয়ের বুলেটিন অনুযায়ী রাজ্যে পজিটিভিটি রেট ১২.৬৫ শতাংশ।

  • এখন হোম আইসোলেশনে রয়েছেন ২২ হাজার ১৩১ জন কোভিড আক্রান্ত।

  • হাসপাতালে ভর্তি রয়েছেন ৫২৬ জন কোভিড আক্রান্ত।      


 






রাজ্যে জোরকদমে চলছে টিকাকরণও (Covid Vaccine)। বুলেটিন অনুযায়ী, একদিনে দেওয়া হয়েছে ৩৭ হাজার ২৬৭টি টিকা।


দেশের পরিস্থিতি:
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (২৪ জুলাইয়ের হিসেব) দেশে করোনায় (corona) আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬৬ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২০ হাজার ২৭৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪১ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩৬। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৭৪ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৯ লক্ষ ৫ হাজার ৬২১। এর পাশাপাশি, দেশে সক্রিয় রোগীর সংখ্যা (active corona cases) কমে হয়েছে ১ লক্ষ ৫০ হাজার ৮৭৭।


আরও পড়ুন: 'একক নয়, প্রত্যেক দরিদ্র নাগরিকের সাফল্য', রাষ্ট্রপতি পদে শপথের পর বার্তা দ্রৌপদী মুর্মু