কলকাতা : নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ (Corona Infections)। তবে, রাজ্যে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও আড়াই হাজারের ওপরেই রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ২ হাজার ৮৩৯ জন। তবে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।


কোন জেলায় কেমন সংক্রমণ ?


এদিকে দৈনিক সংক্রমণের নিরিখে রাজ্যে শীর্ষে উত্তর ২৪ পরগনা (North 24 Paragana), দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। উত্তর ২৪ পরগনায় একদিনে সংক্রমিত ৫৮১ জন, কলকাতায় ৪৮৭ জন। বীরভূমে একদিনে সংক্রমিত ২১৯ জন। ৩ জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১৫০-এর বেশি। হুগলিতে একদিনে সংক্রমিত ১৫৯ জন, দক্ষিণ ২৪ পরগনায় ১৫৬ জন, গত ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমানে করোনা আক্রান্ত ১৫৫ জন।


আরও পডুন ; ভিড় বাড়ছে পোস্ট কোভিড ক্লিনিকে, সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের


এই পরিস্থিতিতে গতকাল নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যসচিব। মাস্ক পরা-সহ কোভিডবিধি মানা এবং নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে চিকিত্‍সা পরিকাঠামো প্রস্তুত রাখা ও কোভিড বিধি মানা ও ভ্যাকসিনেশনের ওপর জোর দিচ্ছেন চিকিত্‍সকরা।


বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভারতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সংক্রমণের চতুর্থ ঢেউ! দেশ ও রাজ্যের সংক্রমণের পরিসংখ্যানের দিকে নজর রাখলেই তার ইঙ্গিত মিলছে! হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটগুলিতে ফের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। সর্বাধিক প্রভাবিত হচ্ছেন বয়স্করা। 


করোনা ফের একটু একটু করে বাড়তে থাকায় শনিবার, নবান্নে স্বাস্থ্য দফতরের আধিকারিক, CMOH এবং জেলাশাসকদের নিয়ে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, সেখানে কোভিড বিধি মেনে চলা, মাস্ক পরার ওপর জোর, বাজারে নজরদারি বাড়ানো, থার্মাল স্ক্রিনিং, কোভিড টেস্টের পরিমাণ বাড়ানো, করোনা বিধি মানতে সচেতনতামূলক প্রচারে জোর, বুস্টার ডোজ নেওয়ার জন্য সচেতনতা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।