ঝিলম করঞ্জাই, কলকাতা : চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও। এর মাঝেই সতর্ক রাজ্যও। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি করা হয়েছে বিশেষ নজরদারি কমিটি। যে কমিটির সদস্যদের সঙ্গেই নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করলেন মুখ্যসচিব। যে বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য দফতরের বিভিন্ন কর্তা।


রাজ্যে এখনও করোনা সংক্রমণের নতুন আঁচ এসে না পড়লেও রাজ্য যে সতর্ক সেটা স্পষ্ট। নিয়ম মেনে উৎসব পালনের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরমাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে সওয়াল করেছেন বুস্টার ডোজ নেওয়ার ব্যাপারেও। প্রসঙ্গত, করোনা সতর্কতা নিয়ে স্বাস্থ্য দফতরে দিনের শুরু দিকে একটি বৈঠক হয়। যার পর নবান্নে আরও একটি উচ্চ পর্যায়ের বৈঠক। 


বাংলা তথা ভারতে এখনও করোনার বাড়বাড়ন্ত শুরু হয়নি। তবে যেভাবে বিশ্বের একাধিক দেশে তা প্রবলভাবে ছড়াচ্ছে, সেই দেখেই মূলত তড়িঘড়ি পরিকাঠামো সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা।                                                                                                                                                  


আরও পড়ুন- 'ভেবেছিলাম করোনা শেষ হয়ে গেছে, আবার তো হচ্ছে, অবস্থা বুঝে ব্যবস্থা' সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর


 



প্রসঙ্গত, ওমিক্রনের দাপটে কার্যত কেঁপেছিল গোটা বিশ্ব। ফের কোভিড নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে। তার পিছনেও রয়েছে ওমিক্রনেরই একটি সাবভ্যারিয়েন্ট। চিনে যে কোভিড সংক্রমণ বাড়ছে তার জন্য দায়ী ওমিক্রনের সাবভ্যারিয়েন্ট BF.7। সেই ভ্য়ারিয়েন্ট নাকি ইতিমধ্যেই ভারতে পাওয়া গিয়েছে। এদেশে এখনও পর্যন্ত অন্তত ৩ জনের খোঁজ পাওয়া গিয়েছে যাঁরা ওই সাব ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। BF.7 ভ্যারিয়েন্টের প্রথম সংক্রমণ দেখা যায় গত অক্টোবরে মাসেই। গুজরাত বায়োটেকনোলজি রিসার্চ সেন্টারে প্রথম এটি শনাক্ত করা হয়। এখনও পর্যন্ত এই ভ্যারিয়েন্টে দুই আক্রান্তের খোঁজ মিলেছে গুজরাতে। একটি কেস পাওয়া গেছে ওড়িশায়। সূত্রের খবর, চিনের অধিকাংশ শহরে এখন মারাত্মক সংক্রামক ওমিক্রন স্ট্রেইন BF.7-এর থাবা। বেজিংয়েও এই ভ্যারিয়েন্টেরই প্রকোপ দেখা দিয়েছে।