কলকাতা: দিনভর খাটাখটনি করেও তা কাজ দেয় না অনেকের ক্ষেত্রেই। অর্থ সমাগমে বাধা থেকেই যায়।  আবার রোজগার করলেও অকারণে অতিরিক্ত টাকা খরচ করে ফেলেন অনেকেই। কেন এমন হয়?  বিশেষজ্ঞরা বলছেন, বেশ কিছু ক্ষেত্রে বাস্তুদোষ আর্থিক উন্নতির পথে বাধা সৃষ্টি করে। ফলে হাজার চেষ্টাতেও ভাগ্য খুলতে চায় না অনেকের ক্ষেত্রেই। জ্যোতিষ মতে কোন ভুলগুলো এড়িয়ে চললে অর্থ সমাগম হবে আপনার, চলুন জেনে নেওয়া যাক।



  • প্রথমেই ম্যানিফেস্টেশনের কথা বলা যাক। আমি সারাদিন মনে মনে যা নিয়ে চিন্তা করবেন তাই পাবেন। কাজেই আপনার অর্থকষ্ট রয়েছে। বা আপনি সমস্যায় রয়েছেন এমনটা ভাববেন না। 

  • 'নেই' এই কথা বলবেন না। অনেকেই বলেন, বারবার 'নেই' শুনতে শুনতে আপনার মস্তিষ্ক তাতেই অভ্যস্থ হয়ে যায় এবং বাস্তবেও তা প্রতিফলিত হয়।

  • টাকার ব্যাগে ছেঁড়া কাগজ, পুরনো বিল বা অবাঞ্চিত কোনও জিনিস রাখবেন না। টাকা ভাঁজ করে রাখবেন না। টাকার ব্যাগ সবসময়ে পরিষ্কার রাখুন এবং টাকাগুলো সাজিয়ে রাখুন।

  • নীল রঙের ব্যাগ ব্যবহারে টাকা দ্রুত খরচ হয় বলে মনে করেন অনেকেই।

  • কখনও নোংরা বা খাওয়ার হাতে টাকার ব্যাগ ধরবেন না। হাত ধুয়ে পরিষ্কার করে তবেই টাকার ব্যবহার করুন।

  • খেতে খেতে এঁটো হাত টাকায় বা ব্যাগে দেবেন না।

  • মানিব্যাগে তুলসিপাতা রাখুন

  • মহিলারা আয়না দেওয়া ব্য়াগ ব্যবহার করুন


নতুন বছর আসার আগে, এই কাজগুলো সেরে ফেলুন



  • নতুন বছর শুরুর আগেই বাড়ি থেকে অপ্রয়োজনীয় জিনিস বের করে ঘর বাড়ি পরিষ্কার রাখুন। মনে করা হয়ে অপরিষ্কার ঘর-বাড়ি থাকার কারণে মা লক্ষ্মী গৃহে প্রবেশে বাঁধা সৃষ্টি হয়। 

  • ব্যাগের মধ্যে একটি লবঙ্গ, স্টার অ্যানিস এবং দারচিনি রাখুন। এটি শুভ বলে মনে করা হয়।

  • ঘরের মধ্যে কাঁটা জাতীয় কোনও ইন্ডোর প্ল্যান্ট লাগাবেন না। বদলে মানিপ্ল্যান্ট লাগাতে পারেন। 

  • ঘরে ঠাকুরের ভাঙা মূর্তি, ভাঙা আয়না বা বন্ধ হয়ে যাওয়া ঘড়ি থাকলে তা আজই সরিয়ে ফেলুন। 


বাস্তু দোষ কাটাবেন কীভাবে? 



  • বাস্তু দোষ কাটাতে নুনের জুড়ি মেলা ভার। বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, একটি কাচের বাটিতে কিছুটা নুন নিয়ে ঘরের এক কোণে রেখে দিনবে। এটি রাখার ফলে অনেকটা বাস্তু দোষ কেটে যায় বলে দাবি করেন বাস্তু বিশেষজ্ঞরা। আর্থিক উন্নতির জন্য বাথরুমের কোণেও কাচের বাটিতে নুন রেখে দিন।

  • ঘরের মধ্যে লবঙ্গ, দারচিনি রেখে দিন। কাচের পাত্রে নুনের সঙ্গে কিছুটা লবঙ্গ মিশিয়ে রাখলেও উপকার পাওয়া যায়।

  • ঘরে একটি পাত্রে খানিকটা মিছরি রেখে দিন। এতে আপনার সম্পর্কে মিষ্টতা আসবে। পাশাপাশি মধুও আর্থিক সমৃদ্ধি আনে। এটি অকারণ খরচ কমাতে সাহায্য করে। বাস্তু দোষ থেকে মুক্তি পেতে ঘরে এক শিশি মধু রাখুন। 


ডিসক্লাইমার: উপরে উল্লেখিত তথ্যের কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। কোনও পদক্ষেপের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ প্রয়োজন