নয়াদিল্লি: দেশে ফের বাড়ল করোনায় (COVID-19) দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সামান্য কমল একদিনে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৮০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৬। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪২৫। 


স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন মোট অ্যাকটিভ কেস ০.০৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। মহারাষ্ট্রের ঠানেতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ জন। এই নিয়ে ঠানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,০৮,৯৪২। 


দিল্লিতে বিনামূল্যে বুস্টার ডোজ


দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব টিকাকরণ কেন্দ্রে ১৮ থেকে ৫৯ বছর বয়সি সব যোগ্য ব্যক্তি বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন। এ মাসের শুরুতেই দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিনামূল্যে সরকারি হাসপাতাল থেকে বুস্টার ডোজ পাওয়া যাবে। এবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সবার জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করা হল। 


সতর্কতায় জোর চিকিৎসকদের


চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, করোনাকে ঠেকাতে জোর দিতে হবে সতর্কতা ও টিকাকরণে। করোনার তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর থেকে করোনা-সতর্কতা ভুলেছেন অনেকেই। বেশিরভাগ মানুষেরই মুখ থেকে নেমে গিয়েছে মাস্ক। উধাও হয়ে গিয়েছে সামাজিক দূরত্ব। পয়লা বৈশাখেও রাস্তায় দেখা গিয়েছে মাস্ক ছাড়াই বাঁধভাঙা ভিড়। এই ছবি অনেকের মনে আশঙ্কা তৈরি করেছিল। আর এর কয়েকদিন পর থেকেই দেশে আচমকা একলাফে বাড়ছে করোনা। একলাফে সংক্রমণ বৃদ্ধি কি চতুর্থ ঢেউয়ের আভাস দিচ্ছে? চিকিৎসকদের মতে, প্রত্যেকবারই করোনা থাবা বসিয়েছে অসতর্কতার ফাঁক গলে। এখনও বহু মানুষের মধ্যে ঠিক সেরকমই ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে। এখনই সতর্ক না হলে, বিপদ আরও বাড়তে পারে। 


টিকাকরণে জোর


গত মাস থেকে ১২ বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। এপ্রিল মাস থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ। কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালের তথ্য অনুযায়ী, পর্যন্ত অবধি ২ কোটি ৪২ লক্ষ ২৪ হাজার ৬৫২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, সংক্রমণ বাড়লেই সব বন্ধ করার পথে না হেঁটে টিকাকরণে আরও বেশি করে জোর দেওয়া উচিত।