ঝিলম করঞ্জাই, কলকাতা: ‘পুরনো দামেই কোভ্যাকসিন (Covaxin vaccine) ও কোভিশিল্ডের (Covishield) বুস্টার ডোজ’। সূত্রের খবর,  ভ্যাকসিনের পুরনো স্টক রয়েছে বেসরকারি হাসপাতালগুলিতে। বেসরকারি  হাসপাতালগুলির সংগঠনের বৈঠকে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরনো দামেই কোভ্যাকসিন ও কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হবে। সোমবার থেকে রাজ্যে ১৮ ঊধ্বর্দের বুস্টার ডোজ, প্রাথমিক সিদ্ধান্ত বেসরকারি হাসপাতালের।


বেসরকারি হাসপাতালের সংগঠনের দাবি, এখনও পর্যন্ত তাদের কাছে যে স্টক রয়েছে তা পুরনো দামেই কেনা হয়েছিল। ফলে স্বাস্থ্য দফতর বা স্বাস্থ্য মন্ত্রক থেকে নির্দেশ না এলে এবং এই পরিস্থিতি মীমাংসার কোনও রাস্তা না জানানো হলে পুরনো দামেই সোমবার থেকে ভ্যাকসিন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন বেসরকারি হাসপাতালগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে স্বাস্থ্য দফতরের। সূত্রের খবর, এই দামের বিষয় নিয়ে সেখানে আলোচনা হতে পারে।


কোভ্যাক্সিন, কোভিশিল্ডের দাম: একলাফে অনেকটাই দাম কমল কোভ্যাক্সিন (Covaxin vaccine), কোভিশিল্ডের (Covishield)। ১২০০ টাকা থেকে কমে কোভ্যাক্সিনের দাম হচ্ছে ২২৫টাকা। বেসরকারি হাসপাতালে ২২৫ টাকায় মিলবে কোভ্যাক্সিন, জানাল ভারত বায়োটেক।  ১৫০টাকার বেশি নেওয়া যাবে না সার্ভিস চার্জ, জানিয়ে দিল কেন্দ্র। ১২০০ টাকা থেকে কমে কোভ্যাকসিনের দাম হচ্ছে ২২৫ টাকা। বেসরকারি হাসপাতালে ২২৫টাকাতেই মিলবে কোভিশিল্ড। ৬০০ টাকা কমে ২২৫ টাকায় মিলবে কোভিশিল্ড, জানাল সিরাম। 


দাম কমল ভ্যাকসিনের: ১০ এপ্রিল থেকে দেশে শুরু হচ্ছে ১৮- ঊর্ধ্বদের বুস্টার ডোজ (Booster Dose। তার আগে ভ্যাকসিনের দাম নিয়ে বড় ঘোষণা করল দুই সংস্থা। সিরামের পক্ষ থেকে এদিন আদার পুনাওয়ালা ট্যুইটারে লিখেছেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের সঙ্গেে আলোচনার পর কোভিশিল্ডের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব বেসরকারি হাসপাতালে প্রতি ডোজ কোভিশিল্ড ৬০০ টাকার পরিবর্তে মিলবে ২২৫। ১৮ -ঊর্ধ্বদের সবার জন্য বুস্টার ডোজ দেওয়া নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। একইসঙ্গে ভারত বায়োটেকের জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সুচিত্রা ইল্লা জানিয়েছেন, ১২০০ টাকা থেকে কমিয়ে কোভ্যাক্সিনের দাম ২২৫ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে।