মুম্বই: সম্প্রতি দুর্ঘটনার শিকার হন অভিনেত্রী মালাইকা অরোরা (Malaika Arora)। ভর্তি হন হাসপাতালে। আজ দুর্ঘটনার ঠিক এক সপ্তাহ পরে সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) খোলা চিঠি লিখলেন অভিনেত্রী।
দুর্ঘটনার কবলে মালাইকা
গত ২ এপ্রিল মুম্বইয়ের কাছে গাড়ি দুর্ঘটনার শিকার হন মালাইকা অরোরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। প্রাথমিক চিকিৎসার পর পরের দিন তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ইনস্টাগ্রামে অভিনেত্রীর খোলা চিঠি
আজ, শনিবার, নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে ডাক্তার, বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
মালাইকা লেখেন, 'গত কয়েকদিন আমার জীবনে যে যে ঘটনা ঘটেছে তা সত্যিই অবিশ্বাস্য। এই সময়ের কথা চিন্তা করলে মনে হচ্ছে এটি একটি ছবির দৃশ্য, বাস্তবে ঘটেছিল বলে মনেই হচ্ছে না।'
তিনি আরও লেখেন, 'সৌভাগ্যক্রমে, দুর্ঘটনার পরপরই, আমি অনুভব করি যে সকলে অভিভাবকের মতো আগলে রেখেছেন - সে আমার কর্মচারীই হোক, যারা আমাকে হাসপাতালে পৌঁছতে সাহায্য করেছে, বা আমার পরিবার, যারা এই অগ্নিপরীক্ষার সময় আমার পাশে দাঁড়িয়েছিল এবং হাসপাতালের আশ্চর্যজনক কর্মীরা, আমার ডাক্তাররা প্রতিটি পদক্ষেপে সবচেয়ে যত্নশীল উপায়ে আমার নিরাপত্তা নিশ্চিত করেছেন।'
'ওঁরা আমাকে সুরক্ষিত অনুভব করায়। আমি ওঁদের কাছে কৃতজ্ঞ।' খোলা চিঠিতে লেখেন মালাইকা। একইসঙ্গে নিজের অনুরাগী, ইনস্টা পরিবারকেও পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন।
সবশেষে আত্মবিশ্বাসী অভিনেত্রী লেখেন, 'আমি আরোগ্যলাভের পথে এবং আমি নিশ্চিত করছি আপনাদের, আমি একজন যোদ্ধা ও আপনাদের বোঝার আগেই ফিরে আসব।'
আরও পড়ুন: New Movie Update: ভাই-বোনের চরিত্রে এবার ওম-দেবলীনা, আসছে 'ক্লাউন'
এক ফ্যাশন ইভেন্ট থেকে ফেরার পথে গাড়ির দুর্ঘটনা হয় তাঁর। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ধাক্কা মারে আরও তিনটি গাড়িকে। সঙ্গে সঙ্গে তাঁকে নভি মুম্বইয়ের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।