কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: প্রয়াত প্রবীণ সিপিআইএম নেতা মদন ঘোষ (Madan Ghosh Passes Away)। কৃষক আন্দোলনের অন্যতম নেতার প্রয়াণে ইতিমধ্যেই ট্যুইটে 'লাল সেলাম' জানিয়েছেন বামেদের বর্ষীয়ান নেতা সুজন চক্রবর্তী এবং সূর্যকান্ত মিশ্র (Sujan Chakraborty and Surjya Kanta Mishra)। ট্যুইটে সুজন চক্রবর্তী লিখেছেন, 'কমরেড মদন ঘোষ লাল সেলাম। মদনদা অমর রহে।'
'কমরেড মদন ঘোষ লাল সেলাম'
মদন ঘোষ ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য
দীর্ঘসময় ধরে অবিভক্ত বর্ধমানে দলের সম্পাদক পদে দায়িত্ব সামলেছেন। বর্ধমান জেলার প্রাক্তন সভাধিপতি মদন ঘোষ ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সদস্য। তিনি সর্বভারতীয় কৃষক সভার সহ সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। তার মৃত্যু শোকপ্রকাশ করেছেন বামদের শীর্ষনেতৃত্ব। জানা গিয়েছে, বর্ধমানে ভাতছালায় নিজের বাসভবনে সকাল ৭ টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তার বয়েস হয়েছিল ৮১ বছর।
আরও পড়ুন, 'শকুনের রাজনীতি করছে BJP', কালিয়াগঞ্জকাণ্ডে পাল্টা আক্রমণ কুণালের
এদিন প্রথমে স্থির ছিল বর্ধমান থেকে প্রয়াত নেতার দেহ কলকাতার আলিমুদ্দিন স্ট্রিটে আনা হবে। তিনি দেহ দান করে গিয়েছেন বলেও জানা যায়। যদিও পরে দলের তরফে জানানো হয়, শুক্রবার বিকেল পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার দলীয় কার্যালয়ে শায়িত থাকার কথা নেতার দেহ। কলকাতা থেকে তাঁকে শেষ শ্রদ্ধা উপস্থিত থাকার কথা দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম-সহ অন্যান্য নেতাদের।