কলকাতা: তদন্ত এগোতেই হদিশ মিলছে বিপুল পরিমাণ টাকার। টালিগঞ্জের পর বেলঘরিয়া থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ নগদ। যা নিয়ে শাসকদল এবং মুখ্যমন্ত্রীর তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী।  


কী বলেছেন বাম নেতা:
সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, 'এটা একটা অর্গানাইজড ক্রাইম। পশ্চিমবঙ্গকে শেষ করে দিন। সামাজিক দূষণ। মুখ্যমন্ত্রী অর্গানাইজড ক্রাইমের মাথায় বসে রয়েছে। গত দশ বছরে পশ্চিমবঙ্গে যতটুকু নিয়োগ হয়েছে, তার আশি ভাগ দুর্নীতি। তার দায় মুখ্যমন্ত্রীকে নিতে হবে।  আমরা যখন বলতাম, অনেকেই বিশ্বাস করছিলেন না। ভাবতেন কি এটাও কি সম্ভব?'


বিপুল পরিমাণ নগদ: 
অর্পিতা মুখোাধ্যায়ের (Arpita Mukherjee) বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে রাত পর্যন্ত উদ্ধার হয়েছে ২০ কোটি নগদ। এখনও গোনা চলছে। ফলে উদ্ধার হওয়া টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও ৩ কেজি সোনা উদ্ধার হয়েছে। যার বাজারমূল্য কমবেশি ২ কোটি টাকা। ওই নগদ রাখা ছিল ওই ফ্ল্যাটে থাকা বেশ কিছু ওয়াড্রবে। বেলঘরিয়ায় রথতলার ওই আবাসনের ফ্ল্যাটে যে যে ওয়াড্রব ছিল, তার প্রায় প্রতিটিতেই ছিল নগদ থাকা। এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ৯০ লক্ষ টাকা। তারপর বুধবার পাওয়া গেল আরও টাকা। উদ্ধার হয়েছে একাধিক দলিলও।






রাত বারোটার পরেও চলছে টাকা গোনার কাজ। টালিগঞ্জে যত টাকা ও সোনা পাওয়া গিয়েছিল। বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কি আরও বেশি পরিমাণ অর্থ উদ্ধার হবে? সেই প্রশ্নও এখন ঘুরপাক খাচ্ছে।   


আরও পড়ুন: ১৪ ঘণ্টা পার, ইডি দফতর থেকে বেরোলেন মানিক