উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: আজ থেকে শুরু সিপিএমের ৩ দিনের রাজ্য সম্মেলন (CPIM State Conference)। ভোটের পরাজয় থেকে জোট, এই প্রশ্নে উত্তপ্ত আলোচনার সম্ভাবনা সম্মেলনে। আলোচনায় উঠে আসতে পারে সর্বোচ্চ নেতৃত্বের ভূমিকাও। রাজ্য কমিটিতে ব্যাপক রদবদলের সম্ভাবনা। বয়সের কারণে রাজ্য কমিটিতে নাও থাকতে পারেন সূর্যকান্ত, বিমান, রবীন দেবরা। সূত্রের খবর, নতুন সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে শ্রীদীপ ভট্টাচার্য। 


আজ সকাল ১০টা নাগাদ পতাকা উত্তোলন করে রাজ্য সম্মেলন শুরু হয়। এবারের রাজ্য সম্মেলন যখন শুরু হচ্ছে সেই সময় সাংগঠনিক অবস্থা এবং সংশোধিত রাজনীতিতে দলের অবস্থা একেবারে তলানিতে এসে ঠেকেছে। বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে একটাও আসন পায়নি সিপিআইএম। পুরসভা নির্বাচনগুলিতেও খুবই খারাপ পরিস্থিতি। যদিও শতাংশের হিসেবে ভোটের হার বেড়েছে। কেন সংগঠন এই জায়গায় এসে পৌঁছল? তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবারের রাজ্য সম্মেলনে। বিভিন্ন জেলার প্রতিনিধিরা এই প্রসঙ্গ তুলে ধরবেন। এই প্রসঙ্গ উঠলে জোটের প্রসঙ্গও উঠবে। অর্থাৎ কখনও কংগ্রেসের সঙ্গে জোট করে নির্বাচনে লড়াই করা, আবার কখনও কংগ্রেসকে ছেড়ে এককভাবে নির্বাচনে লড়াই করেছে সিপিআইএম। ২০১৯-এর লোকসভা নির্বাচনে এককভাবে লড়াই, আবার বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে লড়াই  করেছে সিপিআইএম। গত বিধানসভা নির্বাচনে তার সঙ্গে যুক্ত হয়েছে আইএসএফ।


বারবার দল একেক রকমভাবে এগিয়েছে, তা নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করা হবে। পাশাপাশি রাজ্য নেতৃত্বের ভূমিকার কথাও উঠে আসতে পারে। ইতিমধ্যে জেলা স্তরে যে সম্মেলন হয়েছে, সেখানে রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে কাঁটাছেঁড়া হয়েছে। নিচুতলার কর্মীদের বক্তব্য যখন তারা আক্রান্ত হন, মার খান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে যখন সমস্যায় পড়েন তখন রাজ্য নেতৃত্বকে পাশে পাওয়া যায় না। এবছর রাজ্য কমিটিতেও বড় রদবদল হওয়ার সম্ভাবনা। সূত্রের খবর, রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে শ্রীদীপ ভট্টাচার্য। বয়সের কারণে রাজ্য কমিটিতে নাও থাকতে পারেন সূর্যকান্ত, বিমান, রবীন দেবরা। 


আরও পড়ুন: Jhalda Murder Update: কাউন্সিলর তপন কান্দুকে খুনের প্রতিবাদ, আজ বনধের ডাক কংগ্রেসের