কলকাতা: সাগরদিঘিতে (Sagardighi By Poll 2023) বাজিমাত বায়রনের। প্রায় ২৩ হাজার ভোটে তৃণমূলকে হারালেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ২ বছর পর ফের বিধানসভায় হাত বিধায়ক।


ফল প্রসঙ্গে সেলিমের প্রতিক্রিয়া: এদিনের নির্বাচনের ফল প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Md Salim) বলেন, "দুর্নীতি আর দুষ্কৃতী তন্ত্র থেকে মুক্তি চাইছে সাধারণ মানুষ। সেই ইচ্ছার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলাফলে। আগেই এই মুক্তি চেয়েছিল মানুষ কিন্তু মাঝখানে বিজেপি এসে, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় খাল কেটে কুমির আনার মতো নিয়ে এসেছিলেন বামপন্থীদের সঙ্গে লড়ার জন্য। আজ যে বিরোধী রাজনীতি হচ্ছে, বিজেপি মুক্ত ভারত গড়তে হবে, তারই অংশ হিসেবে, মানুষের মধ্যে যে বিভাজনের রাজনীতি খেলেছে তাতে বিলম্ব হল। রাজ্যের জাতপাত, ধর্ম-বর্ণ, ভাষা, এলাকা নাম করে যারা ভাগ করছে, দেশটা তারাই লুট করছে। লুটেরাদের বিরুদ্ধে লড়াই। সেই লড়াইয়ে বিজেপি এবং তৃণমূল বিরোধী শক্তিকে একত্রিত করব। মানুষ সেই ভাবনাকে মর্যাদা দিয়েছে।''                                                 


নির্বাচনের ফল: সাগরদিঘি উপনির্বাচনে ২২ হাজার ৯৮০ ভোটে জয়ী কংগ্রেসের বায়রন বিশ্বাস। তৃণমূলকে হারিয়ে সাগরদিঘি উপনির্বাচনে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। ২০২১-র ভোটের পরে বিধানসভায় যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি। ২২ হাজারের বেশি ভোটে কংগ্রেসের কাছে সাগরদিঘিতে হার তৃণমূল প্রার্থীর। সাগরদিঘিতে কংগ্রেস প্রার্থী পেলেন ৪৭.৩৫ শতাংশ ভোট। সাগরদিঘিতে তৃণমূল প্রার্থী পেলেন ৩৪.৯৪ শতাংশ ভোট। সাগরদিঘিতে বিজেপি প্রার্থী পেলেন ১৩.৯৪ শতাংশ ভোট।                                                      


নির্বাচনে ফল প্রসঙ্গে কী বললেন মুখ্যমন্ত্রী? 


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, 'সাগরদিঘিতে যে অনৈতিক জোট হয়েছে তার আমরা কঠিন সমালোচনা করি। সিপিএম-কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটও যোগ হয়েছে। অধীর চৌধুরীকে ধন্যবাদ যে তিনি সত্য কথা স্বীকার করে বলেছেন যে বিজেপিও কংগ্রেসকে সাহায্য করেছে। এরকম অনৈতিক জোট হলে কংগ্রেস-সিপিএম কী করে বিজেপির বিরুদ্ধে লড়বে? এই পরাজয় থেকে এটাই আমাদের শিক্ষা।' প্রতিক্রিয়া মমতা বন্দ্যোপাধ্য়ায়ের।          


আরও পড়ুন: Madhyamik 2023: পরীক্ষাকেন্দ্রেই পৌঁছল না গ্রাফ পেপার! মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় বড় বিভ্রাট