সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়িতে (Siliguri Drinking Water Crisis) পানীয় জলের হাহাকার, বিক্ষোভ দেখাল সিপিএম (CPM Agitation)। মেয়রের পদত্যাগের দাবিতে শিলিগুড়ি পুরসভার সামনে বিক্ষোভ দেখাল বামেরা। মহানন্দার জলে দূষণের জন্য তা না খাওয়ার পরামর্শ দিয়েছে শিলিগুড়ি পুরসভা। ফলে জল কিনতে দোকানের সামনে লম্বা লাইন সাধারণ মানুষের। বেশি টাকা দিয়েও পানীয় জল পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। এহেন অবস্থায় বিক্ষোভ দেখাল বামেরা।


বিশদ...
মহানন্দার জল পরিশ্রুত করে সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। সেই মহানন্দার জল দূষিত হয়ে যাওয়ায় তা পান না করার পরামর্শ দেন পুর কর্তৃপক্ষ। তাতে বলা হয়, আগামী ২ জুন পর্যন্ত মহানন্দার জল পান করা যাবে না। এরপরই দোকানে দোকানে জল কিনতে লম্বা লাইন পড়ে যায়। পুরসভার বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে সরব হয়েছেন স্থানীয়রাও। শিলিগুড়ি পুরসভার প্রাক্তন মেয়র, অশোক ভট্টাচার্যের অভিযোগ, 'কয়েক বছর আগে যখন আমি মেয়র ছিলাম, তখন পিএইচই-র একটি কাজের জন্য দুদিন জল বন্ধ ছিল। আমাকে রাস্তায় দাঁড় করিয়ে যে ভাবে অপদস্থ করা হয়েছিল, একটি পুলিশও আসেনি। এমনকি আমাকে শারীরিক ভাবে নিগ্রহের চেষ্টা করা হয়েছিল। আজ, সঙ্গতভাবে  শিলিগুড়িবাসী জল চাইতে এখানে এসেছেন, রাজনীতি করতে আসেননি।' তাঁর মতে, এই বিক্ষোভ সঙ্গত। বিষয়টি 'শাস্তিযোগ্য অপরাধ' বলেও মনে করেন তিনি।

শাসকদলের দাবি...
'প্রকৃতির কারণে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটির জন্য রাজনীতি করল দুর্ভাগ্যজনক', পাল্টা প্রতিক্রিয়া শিলিগুড়ির বর্তমান মেয়র গৌতম দেবের। সঙ্গে আরও বললেন, 'সাধারণ মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করব।' শাসকদলের মানসিক এবং সাংগঠনিক শক্তি যে অটুট রয়েছে, সে কথা মনে করিয়েও গৌতম দেবের বক্তব্য, এই সময়টা শক্তি প্রদর্শনের নয়। তাঁর কথায়, 'আমাকে কাজ করতে হবে। আমি বেরোচ্ছি। তাঁরা যদি এই ভাবে গুন্ডামি করেন, জবাব মানুষ দেবে।' সঙ্গে মেয়রের বক্তব্য, প্রত্যেক দিনের পানীয় জলের ১ লক্ষ পাউচ যাবে। এই ভাবেই আপাতত ১ জুন পর্যন্ত পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করা হবে। ২ জুন বিকেল থেকে তিস্তার জল শিলিগুড়ির মানুষকে তিনি দিতে পারবেন বলেও আশা প্রকাশ করেন শিলিগুড়ির মেয়র। একদিকে যখন, পানীয় জলের হাহাকারে এই ছবি, তখন, ফের জমি দখলের চেষ্টার অভিযোগেও তুলকালাম চলল শিলিগুড়িতে। সেখানকার বিধাননগরে জমি দখলের অভিযোগে ধুন্ধুমার বাধে। স্থানীয়দের বিক্ষোভে অবরুদ্ধ ৩১ নম্বর জাতীয় সড়ক। রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়।


 


আরও পড়ুন:নির্বাচনী মরশুমে ফের চড়াম-চড়াম, গুড়-বাতাসা, তৃণমূল নয়, অনুব্রতর স্মৃতি ফেরালেন বিজেপি-র সজল