কলকাতা: প্রায় দু'বছর ধরে জেলবন্দি অনুব্রত মণ্ডল। বঙ্গ রাজনীতিতে এই মুহূর্তে অনুপস্থিত তিনি। কিন্তু অনুব্রত জেলে থাকলেও, নির্বাচনী মরশুমে ফের শোনা গেল তাঁর বুলি। তবে তৃণমূলের কোনও নেতা নয়, এবার বিজেপি নেতার মুখে শোনা গেল অনুব্রতর 'চড়াম চড়াম', 'গুড়-বাতাসা' মন্তব্য। বিজেপি নেতা সজল ঘোষ এই মন্তব্য করেছেন। (Sajal Ghosh)


লোকসভা নির্বাচনের পাশাপাশি, শনিবার বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। সেই উপলক্ষে প্রচারে বেরিয়ে বৃহস্পতিবার অনুব্রতর বুলি আওড়ালেন বিজেপি প্রার্থী সজল। ভোটে বাধা দিলে চড়াম চড়াম, গুড়-বাতাসা দেওয়া হবে বলে মন্তব্য করলেন তিনি। মানুষ তৈরিই রয়েছেন, তৃণমূল যে ভাষা বোঝে, সেই ভাষাতেই জবাব পাবে বলে মন্তব্য করলেন সজল। (Anubrata Mondal)


বরানগর উপনির্বাচনের দু'দিন আগে এদিন প্রচারে বেরিয়েছিলেন সজল। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "ভোটের দিন ভোট হবে। আর যারা ভোটকে নষ্ট করতে চাইবে, তাদেরকে ওই চড়াম চড়াম, গুড়-বাতাসা, যা যা দেওয়ার দেওয়া হবে। ছেড়ে দেব না। আমার এলাকার মানুষ তৈরি হয়ে আছেন। আমি গোর্খা জানি, বাংলা জানি, রাশিয়ান জানি, চিনা জানি, যে ভাষায় বলবে, সে ভাষায় জবাব দেব। যেখানে চড়াম চড়াম দিতে হবে দেব, যেখানে নকুলদানা দিতে হবে, যেখানে গুড়-বাতাসা দিতে হবে দেব।"


আরও পড়ুন: Election 2024:ভোটের দিন আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মামলা দায়ের পুলিশের


বিপরীত দলের সদস্য হলেও, তাহলে কি অনুব্রতকেই এবার অনুসরণ করছেন সজল? বিজেপি প্রার্থীর বক্তব্য, "আমি চাই, ভোট হোক অবাধ এবং শান্তিপূর্ণ। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক। এই চড়াম চড়াম, নকুলদানা, গুড়-বাতাসা, কোনওটাই আমি দেব না। আমি দলের সঙ্গে থাকব। দেবে তো মানুষ! আমি অনুব্রত নাকি! যা করার মানুষ করবেন।"


ভোটের মরশুমে এযাবৎ অনুব্রতর মুখ দিয়ে নানা বুলি বেরিয়েছে। বিরোধীদের উদ্দেশে তাঁর মুখে কখনও চড়াম চড়াম, কখনও গুড়-বাতাসা, কখনও আবার নকুলদানার দাওয়াইয়ের কথা শোনা গিয়েছে। সেই নিয়ে কম বিতর্ক হয়নি। নির্বাচন কমিশনেও বার বার অনুব্রতর নামে অভিযোগ জমা পড়েছে। অনুব্রতর বাক্যবাণের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে বিরোধীদের।


কিন্তু গরুপাচার মামলায় গত দু'বছর ধরে রাজ্য রাজনীতিতে অনুপস্থিত অনুব্রত। দিল্লির তিহাড়ে সকন্যা বন্দি রয়েছেন তিনি। তবে এবার বিজেপি-নেতাই অনুব্রতকে ফিরিয়ে আনলেন রাজ্য রাজনীতিতে।