জয়ন্ত পাল ও সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : দমদমের বহুতলে উদ্ধার স্ত্রী ও মেয়ের গলা কাটা দেহ। মধ্যমগ্রামে (Madhyamgram) রেল লাইনে মিলল অবসরপ্রাপ্ত সেনাকর্মীর দেহ। স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হয়েছেন তিনি, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের (Police)।


স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী প্রাক্তন সেনা কর্মী ? তিন তিনটি অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। ঘণীভূত হল রহস্য়। শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম স্টেশনে দমদমের (Dumdum) বাসিন্দা প্রাক্তন সেনা কর্মী গৌতম বন্দ্য়োপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে মধ্য়মগ্রাম জিআরপিতে গিয়ে দেহ শনাক্ত করেন মৃতের আত্মীয়রা। দমদম থানার (Dumdum Police Station) সঙ্গে যোগাযোগ করেন তাঁরা।


দমদম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের জীবন রতন ধর রোডে ফ্ল্য়াট মৃত প্রাক্তন সেনা কর্মীর। সেখানে দরজা ভেঙে ফ্ল্য়াটে ঢুকে তাঁর স্ত্রী দেবিকা ও মেয়ে দিশার গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের ACP সুবীর রায় জানিয়েছেন, গলা কাটা দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে। তালা ভেঙে দেহ উদ্ধার করা হয়েছে। মধ্যমগ্রামে ওনার স্বামীর দেহ পাওয়া গিয়েছে।


ঘর থেকে একটি ছুরি ও দড়ি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেন গৌতম। 
তারপরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। তাতে সফল না হয়ে মধ্যমগ্রাম স্টেশনে গিয়ে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ। মধ্য়মগ্রাম জিআরপি সূত্রে খবর, একটি মোটর বাইকে করে মধ্য়মগ্রাম স্টেশনে আসেন তিনি। সেই বাইকটি উদ্ধার হয়েছে।


পুলিশ সূত্রে খবর, ৪-৫ মাস ধরে ডিপ্রেসনে ভুগছিলেন প্রাক্তন সেনা কর্মী। বৃহস্পতিবার সারারাত মদ্যপান করে শুক্রবার ভোরে স্ত্রী ও মেয়েকে খুন করে আত্মঘাতী হন বলে মনে করছে পুলিশ প্রতিবেশীদের দাবি অত্য়ন্ত ভালো মানুষ ছিলেন বন্দ্য়োপাধ্যায় দম্পতি। এই ঘটনায় হতবাক তাঁরা। প্রতিবেশীদের বক্তব্য, গতকালও আমরা একসঙ্গে ফোন কিনলাম। গল্প করলাম। সব সময় হাসিখুশি। সংসারে কোনও অশান্তি থাকলে তো একটা কোনও কষ্ট বোঝা যায়। আমি যত দিন দেখেছি ওরকম দেখিনি। ফ্ল্য়াটে যা অনুষ্ঠান হত ওনারা থাকতেন।


দমদম পুরসভার উপ পুরপ্রধান বরুণ নট্ট বলেছেন, ঘটনাটা সকাল বেলায় আমাকে পাড়ার ছেলেরা ফোন করেছিল যে এখানে এই ফ্ল্য়াটে থাকে মধ্য়মগ্রামে দেহ উদ্ধার হয়েছে। স্ত্রী ও মেয়েকে পাওয়া যাচ্ছে না। আমরা থানায় সঙ্গে সঙ্গে যাই। পুলিশ আসে। পুলিশকে বললাম দরঝা ভাঙতে। ভিতরে গিয়ে দেখলাম একটা ছুরি পড়ে আছে এবং স্ত্রী ও মেয়ে গলা কাটা অবস্থায় খাটে পড়ে আছেন।


অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে তদন্তে নেমেছে দমদম থানার পুলিশ।


আরও পড়ুন- ক্লাস করাচ্ছেন গ্রুপ ডি কর্মী ! শিক্ষকের অভাবে ভুগছে বাঁকুড়ার স্কুল


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial