সমীরণ পাল, মিনাখাঁ: দীর্ঘ চেষ্টার পর মাছ চাষীদের জালে ধরা পড়ল পূর্ণবয়স্ক একটি কুমির (Crocodile)। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন মৎস্যজীবীরা। 


আরও পড়ুন: Dilip Ghosh: রাজ্য সভাপতির পদ নিয়ে গুঞ্জন, সেই আবহেই বিধানসভায় দিলীপের জন্মদিন পালন শুভেন্দুর, নেপথ্যে কোন অঙ্ক?


উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ডাঙ্গাপাড়া এলাকার বিদ্যাধরী নদীতে গত কয়েক দিন ধরে একটি কুমির দেখতে পাচ্ছিলেন গ্রামবাসী ও নৌকার মাঝিরা। তারপর থেকে আতঙ্কে ছিলেন মৎস্যজীবীরা। ওই কুমিরটিকে কখনও নদীর চরে আবার কখনও বিদ্যাধরীর শাখা নদীর তীরে রোদ পোহাতে দেখা যেত, কখনো সখনো বিভিন্ন মাছের ভেড়ির ভিতরে ঢুকে মাছ খাচ্ছিল গত কয়েকদিন ধরেই। 


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দিনের বেলা গ্রামের দিকে এসে গ্রামবাসীদের ছাগল খেয়ে নিচ্ছিল আর রাতে ভেড়িতে ঢুকে মাছ খাচ্ছিল। এর ফলে আতঙ্কে ছিল সবাই। ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন মাছ চাষীরাও। কুমিরটিকে ধরার জন্য তারা ফিশারির বিভিন্ন জায়গায় জাল পেতে রেখেছিলেন। অবশেষে বুধবার রাতে সেই জালে আটকে পড়ে কুমিরটি। সঙ্গে সঙ্গে ফিশারিতে থাকা শ্রমিকরা ওই কুমিরটিকে জাল সহ  বেঁধে রেখে খবর দেয় মিনাখাঁর বন দফতরে। কুমিরটি ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সাধারণ মানুষ থেকে মৎস্যজীবীরা।


আরও পড়ুন: Adhir Chowdhury: অধীর কি বিজেপি-তে যাবেন? 'অন্য রাস্তা নেই', বলছেন শমীক


প্রসঙ্গত উল্লেখ্য, প্রতি বছর বর্ষাকালে বৃষ্টির জল বাড়লেই মিনাখাঁ ব্লকের বিভিন্ন জায়গায় কুমির তথা নানা বন্য পশুর উপদ্রব বাড়ে। কুমির গ্রামের মধ্যে ঢুকে পড়ে গৃহপালিত পশু খেয়ে নেওয়ার পাশাপাশি মাছের ভেড়িতেও ঢুকে মাছ খেয়ে মৎসজীবী ও মাছ চাষীদের ক্ষতির মুখে ফেলে। এর জন্য এই সময়ে সতর্ক থাকেন এলাকার মানুষ। বন দফতরের তরফে বিভিন্ন ধরনের উপায় অবলম্বন করা হয়। মানুষকে সচেতন করা বন্য পশু ধরা পড়লে তাকে যেন না প্রাণে মারা হয়। তার ফলশ্রুতিতে গ্রামের লোকেরা কুমির ধরে বন দফতরের হাতে তুলে দেয়। এবারও তার পুনরাবৃত্তি হল। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Sealdah Bongaon Train: সিগন্যাল প্যানেলে বিপত্তি, শিয়ালদা-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল