আবির দত্ত, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে অস্ত্র প্রদর্শনীর আয়োজন করল সিআরপিএফ (CRPF)। ভিক্টোরিয়া মেমোরিয়ালের (Victoria Memorial) সামনে মর্টার, ইনসাস রাইফেল সহ একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শন করা হয় সিআরপিএফের তরফে। অস্ত্র প্রদর্শনী দেখতে সেখানে ভিড় জমান উৎসাহী মানুষজন।
অস্ত্র প্রদর্শনীর আয়োজন: মূলত জনসংযোগই উদ্দেশ্য। পাশাপাশি কীভাবে তাঁরা কাজ করছেন তা মানুষের সামনে তুলে ধরার জন্যই এই প্রদর্শনীর আয়োজন সিআরপিএফের। কঠিন পরিস্থিতিতে কীভাবে কাজ করেন, কঠিন পরিস্থিতিতে কীভাবে সামাল দেন সবটা তা দেখানো হয়। প্রথমবারের জন্য এই ধরনের অস্ত্র প্রদর্শনীর আয়োজন করল CRPF।
কিষেণজিকে কীভাবে বুড়িশলে এনকাউন্টার করা হয়। ১৯৫৯ সালে চিন আগ্রাসনে ১০ জওয়ান শহিদ হন। তাঁদের বীরত্বের কথা উল্লেখ করা হয়েছে। ২০০১ সালে পার্লামেন্ট আক্রমণে সিআরপিএফে ভূমিকা কী ছিল, শ্রীলঙ্কা শান্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বলে তুলে ধরা হয়েছে এই প্রদর্শনীতে। প্রদর্শনীতে রয়েছে LMG- 5.56 MM INSAS, যা সব জায়গায় ব্যবহার করা হয় বলে জানাচ্ছেন জওয়ানরা। সামরিক অভিযানের সময় ব্যবহার করা হয়। নাগাল্যান্ড, ছত্তিশগড় হোক কাশ্মীর সীমান্ত, এই অস্ত্র ব্যবহার করা হয়। এছাড়াও রয়েছে SLR, INSAS রয়েছে। 81 MM মর্টারের মতো রকেট লঞ্চার রয়েছে। যা ব্রিটেনে তৈরি হয়েছে। 84 MMকার্ল গুস্টাভ রকেট লঞ্চার সুইডেনে তৈরি হয়েছে। অ্যান্টি ট্যাঙ্ক এই রকেট লঞ্চারের ১০০০ মিটার পর্যন্ত রয়েছে রেঞ্জ।
ভিআইপিদের সঙ্গে থাকেন CRPF জওয়ানরা। পরিস্থিতি সামাল দিতে এবং সংশ্লিষ্ট ব্যক্তিকে রক্ষা করতে থাকে অত্যাধুনিক যন্ত্র। এরকম ক্ষেত্রে X95 5.56 MM অ্যাসল্ট রাইফেল, এতে রয়েছে লেজার সিস্টেম। ভিড়ের সময় গুলি চালাতে সমস্যা হয়। তাই চিহ্নিত করার জন্য রয়েছে এই লেজার সিস্টেম। পাশাপাশি 40*46 MM আর্সেনাল আন্ডার ব্যারেল গ্রেনেড আন্ডার লঞ্চার মার্চ 6 বুলগেরিয়ায় তৈরি হয়েছে। ৪০০ মিটার এর পর্যন্ত রেঞ্জ। ২০১২ থেকে ব্যবহার করছে CRPF। রাখা হয়েছে X 95 অ্যাসল্ট রাইফেল 5.56 *4.5 MM, যা ইজরায়েল থেকে তৈরি। ৪০০ মিটার পর্যন্ত রেঞ্জ।
CRPF-এর কাজে ব্যবহার করা হয় দূরবীন। বাইনাকুলার প্রিসমেটিক 103A, দেরাদুনে তৈরি ৮০০ মিটার পর্যন্ত রেঞ্জ। এছাড়াও এমন দূরবীন রয়েছে যা মানুষ না পশু রয়েছে তা চিহ্নিত করতে পারে। প্রদর্শনীতে রাখা আছে JVPC ভারতে তৈরি রাইফেল। একসঙ্গে ৮০০-৯০০ রাউন্ড গুলি চলতে পারে। বর্তমানে এর ব্যবহার হচ্ছে। 51 MM মার্টার, 7.62 mm স্নাইপার, যার রেঞ্জ ৮০০ মিটার থেকে ৩৭০০ মিটার। প্রদর্শনীতে রয়েছে AGS 30 গ্রেনেড লঞ্চার, গান মেশিন 7.62 MM। CRPF-এর সেন্ট্রাল জোনের ডিআইজি দলবিন্দ সিংহ গিরিওয়াল বলেন, CRPF-এর কাজে যাতে আরও বেশি সবাই আগ্রহী হয়, তাই এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন: Budge Budge Fire: বজবজে জুটমিলের গুদামে ভয়াবহ আগুন