কলকাতা: উৎসবের আবহে নিম্নচাপ ও সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে, এই জেলায় ভারী বৃষ্টি ও ঘন্টায় ৫০কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। সেই কারণে আজ সকাল থেকেই জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে।সমুদ্রে থাকা সব মৎস্যজীবী ট্রলারকে কাল সন্ধের মধ্যে ঘাটে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষি দপ্তরের পক্ষ থেকেও কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মহকুমা ও ব্লক স্তরে কন্ট্রোলরুম চালু করা হয়েছে এবং প্রতিটি ব্লকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী মজুত রাখার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। সম্ভাব্য দুর্যোগের আগে জেলাজুড়ে সতর্কতামূলক পদক্ষেপে প্রস্তুত প্রশাসন।
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা (Weather Update)। ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা, অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ। আগামী সপ্তাহে ফের বৃষ্টির আশঙ্কা হাওয়া অফিসের। তবে IMD সূত্রে খবর, আজ সেভাবে হলুদ সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়।
উপকূলের কাছাকাছি আবহাওয়ার পরিবর্তন।রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। মূলত দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা। ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমী ঝঞ্ঝা পাস করে যেতেই শুষ্ক আবহাওয়া। বুধবার এবং বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।