সুনীত হালদার, হাওড়া: ধেয়ে আসছে অশনি (Asani)। দুর্যোগ মোকাবিলায় (disaster management) প্রস্তুতি নিল হাওড়া পুর কর্তৃপক্ষ (Howrah Municipality)। মঙ্গলবার থেকে চালু হচ্ছে কন্ট্রোল রুম (Control Room)। তিনদিন ছুটি বাতিল হয়েছে পুরসভার কয়েকটি বিভাগের কর্মীদের।


দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি হাওড়ার


শক্তি বাড়িয়ে উপকূলের দিকে আসছে ঘূর্ণিঝড়। তৈরি হয়েছে আরও একটি প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা। উদ্বেগ বাড়িয়ে সোমবার থেকেই শুরু হয়েছে বৃষ্টি। মাঝেমধ্যেই বইছে ঝোড়ো হাওয়া। এই অবস্থায় কীভাবে দুর্যোগ মোকাবিলা করা যায়, এদিন তারই প্রস্তুতি বৈঠক করল হাওড়া পুরসভা।


মঙ্গলবার হাওড়া পুরসভায় খোলা হচ্ছে কন্ট্রোল রুম। শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য এই কন্ট্রোল রুম চালু থাকবে। এখানকার দু’টি ফোন নম্বর হল, ৬২৯২২৩২৮৭০ ও ৬২৯২২৩২৮৭১। পাশাপাশি, তিনদিন ছুটি বাতিল হয়েছে পুরসভার কয়েকটি বিভাগের কর্মীদের।


হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, 'বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। ড্রেনেজ সাফাইয়ের এর সঙ্গে যুক্ত কর্মীদের তৈরি রাখা হয়েছে। এছাড়াও ড্রাই ফ্রুট, জলের পাউচ, ত্রিপল মজুত রাখা হয়েছে। সি ই এস সি-র সঙ্গে যোগাযোগ রেখে সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।'


এদিন সকালের বৃষ্টিতে বেশ কিছুক্ষণ জলমগ্ন থাকে হাওড়া পুরসভার কয়েকটি এলাকা। বিপাকে পড়েন বাসিন্দারা। পুর কর্তৃপক্ষের আশ্বাস, ফের নিকাশি নালাগুলি পরিষ্কার করা হবে।


আরও পড়ুন: Cyclone Asani : অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অশনি’, কোন পথে এগিয়ে আসছে?


প্রস্তুত কলকাতা বিমানবন্দর


কলকাতা বিমানবন্দরের যে সমস্ত কর্মীরা আমফানের (Amphan) মতো ঘূর্ণিঝড়ের পরিস্থিতি সামলেছেন তাঁদের ছুটি বাতিল করে আগামীকাল তলব করা হয়েছে কলকাতা বিমানবন্দরে। পরিষেবা যাতে সচল থাকে সেই কারণেই এই সিদ্ধান্ত। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আবহাওয়া দফতরের সঙ্গে তাঁরা নিয়মিত বৈঠক করছেন এবং তাঁদেরই পরামর্শ অনুযায়ী কাজ করছেন। 


আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী, ঝড়ের প্রভাব খুব না পড়লেও প্রচুর বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে রানওয়েতে জল জমার আশঙ্কা রয়েছে। এছাড়া জল জমার আশঙ্কা রয়েছে অপারেশনল এরিয়াতেও। সেই কারণে বিমানবন্দরের সবকটি পাম্পিং স্টেশনকে হাই অ্যালার্টে রাখা রয়েছে। যাতে কোনওভাবেই কালকে অপারেশনল এরিয়াতে জল না জমতে পারে।