মুম্বই: আইপিএলের ঠিক আগেই চোট সারিয়ে উঠেছিলেন। তবুও কোথাও একটা অস্বস্তিবোধ করছিলেন প্রতি ম্য়াচেই। এবার ফের একবার চোট পেলেন। যার জন্য এবারের আইপিএল শেষ হয়ে গেল সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav)। বাঁহাতের পেশিতে চোট পেয়ে ছিটকে গেলেন ডানহাতি এই স্টাইলিস্ট ব্যাটার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৮ ইনিংসে ৩০৩ রান করেছিলেন। তিনটি অর্ধশতরানও হাঁকিয়েছিলেন। সর্বোচ্চ অপরাজিত ৬৮ রান। 


চোটের জন্য শুরুতেও খেলেননি


আইপিএলের শুরুতেই চোটের জন্য প্রথম ২টো ম্যাচ খেলতে পারেননি সূর্যকুমার। চোট সারিয়ে ফিরে এসে ব্যাট হাতে ছন্দেই ছিলেন। কিন্তু ম্যাচ খেলাকালীন হাতের পেশিতে চোট পান ডানহাতি এই ব্য়াটার। এবার সেই চোটের জন্যই তাঁকে ছিটকে যেতে হল। মুম্বই ইন্ডিয়ান্সের তরফে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের মতে সূর্যকুমারের যে চোট রয়েছে তাতে তাঁর বিশ্রাম নেওয়া উচিত।


আজ কলকাতার সামনে মুম্বই


প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে এখান থেকে সব ম্যাচ জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে। তার ওপর আবার নিজেদের রান রেটও আরও উন্নত করতে হবে। এখানেই শেষ নয়, তাকিয়ে থাকতে হবে অন্য দলের দিকেও। তবে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে নাইট একাদশে ফিরতে পারেন উমেশ যাদব। এই ম্যাচে ওপেনে ফিরতে পারেন অজিঙ্ক রাহানে। প্রথম কয়েকটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। এরপর থেকে আর সুযোদ পাননি। ফের একবার সুযোগ আসতে পারে মুম্বইকরের সামনে। 


এবারের আইপিএল মুম্বই ইন্ডিয়ান্সের জন্য একদমই ভাল যায়নি। প্রথম দিকে পরপর ৮ ম্যাচ হারতে হয়েছে। যার জন্য প্লে অফের দৌড়় থেকেও ছিটকে গিয়েছে তারা। বাকি ম্য়াচগুলোয় জিতেই টুর্নামেন্ট শেষ করতে চায় রোহিত বাহিনী।