Cyclone Asani Live Updates: কলকাতার বিভিন্ন অংশে এক থেকে দু’ঘণ্টার মধ্যে বৃষ্টি

Cyclone Asani News Live: অশনির প্রভাবে দিঘা, বকখালিতে উত্তাল সমুদ্র। পর্যটকদের নামতে নিষেধ। উত্তরবঙ্গে বৃহস্পতিবার থেকে ২দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। 

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 12 May 2022 09:15 AM
Asani Cyclone News Live: কলকাতার বিভিন্ন অংশে এক থেকে দু’ঘণ্টার মধ্যে বৃষ্টি

কলকাতার বিভিন্ন অংশে এক থেকে দু’ঘণ্টার মধ্যে বৃষ্টি। হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের পূর্বাভাস। বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টির পূর্বাভাস থাকায় বাড়িতে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের

Asani Cyclone Live Update : অন্ধ্র উপকূলের আশপাশেই অবস্থান করতে পারে নিম্নচাপ

এর পর ওই অঞ্চলেই সেটি নিম্নচাপে পরিণত হয়েছে। অন্ধ্র উপকূলের আশপাশেই অবস্থান করতে পারে নিম্নচাপ। আগামী ১২ ঘণ্টায় সেটি আরও দুর্বল হয়ে ওই এলাকাতেই অবস্থান করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর

Asani Cyclone News Live: ঘূর্ণিঝড় অশনি শক্তি খুইয়ে অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে

ঘূর্ণিঝড় অশনি শক্তি খুইয়ে অন্ধ্র উপকূলে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় অশনি শক্তিক্ষয় করে গত ৬ ঘণ্টা ধরে অন্ধ্র উপকূলেই গভীর নিম্নচাপ হয়ে অবস্থান করছিল।

Asani Cyclone Live Update : বৃষ্টিপাতের পূর্বাভাস বাংলায়

পশ্চিমবঙ্গে অশনির কোনও প্রভাব নেই। শুধু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। 

Asani Cyclone News Live: টানা বৃষ্টি অন্ধ্রপ্রদেশে

অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টি। 

Asani Cyclone Live Update : কড়া নজর বিমান চলাচলে

অশনির কথা মাথায় রেখে কড়া নজর রাখা হয়েছে অন্ধ্রপ্রদেশের বিমান চলাচলেও

Asani Cyclone News Live: শক্তি হারাচ্ছে 'অশনি'

দুর্বল হয়ে পড়ছে 'অশনি', গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে এটি।

Asani Cyclone Live Update : ভয় নেই ওড়িশায়

অশনি থেকে ভয় নেই ওড়িশার। জানিয়ে দিল সেখানকার প্রশাসন।

Asani Cyclone News Live: আর কয়েকঘণ্টায় অন্ধ্রপ্রদেশের উপকূলে ঘূর্ণিঝড়?

ভারতের আবহাওয়া দফতর জানাচ্ছে, কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর-পশ্চিমে ঘেঁষে অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে ঘূর্ণিঝড়।

Asani Cyclone Live Update : অন্ধ্রপ্রদেশের উপকূলে লাল সতর্কতা

আসছে অশনি, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় জারি লাল সতর্কতা।

Asani Cyclone News Live: অন্ধ্রপ্রদেশে পরিস্থিতি খতিয়ে দেখলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী

অন্ধ্রপ্রদেশের বিভিন্ন জেলার পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার ডিএম-দের সঙ্গে নিয়ে পরিদর্শন করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি। 

Asani Cyclone Live Update : ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সাড়ে চারশোর বেশি ত্রাণ শিবির অন্ধ্রপ্রদেশে

অশনির মোকাবিলায় কড়া পদক্ষেপ। ইতিমধ্য়েই ৪৫৪টি ত্রাণ শিবির খুলেছে অন্ধ্রপ্রদেশ সরকার।  

Asani Cyclone News Live: অশনির দাপটে ভাঙল গাছ

অন্ধ্রপ্রদেশেল মানয়ামে অশনির প্রভাব। ঘূর্ণিঝড়ের প্রভাবে গাছ পড়ে বন্ধ হাইওয়ে। 

Asani Cyclone Live Update : উত্তরবঙ্গে বৃষ্টি-আশঙ্কা

উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস।

Asani Cyclone News Live: অশনির প্রভাবে বৃষ্টি

আগামীকালও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Asani Cyclone Live Update : রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় বৃষ্টি

অভিমুখ বদলে ক্রমশ দুর্বল হচ্ছে অশনি। তার প্রভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় হচ্ছে বৃষ্টি।

Asani Cyclone News Live: মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

ঘণ্টায় ৬ কিমি গতিবেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অশনি’। অশনির আশঙ্কায় কাল পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Asani Cyclone Live Update : উত্তরবঙ্গে ১৫ মে পর্যন্ত ভারী বৃষ্টি

অশনির প্রভাবে উত্তরবঙ্গে ১৫ মে পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস

Asani Cyclone News Live: সমুদ্রে শক্তি হারিয়ে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়

সমুদ্রে শক্তি হারিয়ে উত্তর-পূর্বের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হতে পারে ‘অশনি’।

Asani Cyclone Live Update : অশনির আশঙ্কায় উত্তর ২৪ পরগনায় হিঙ্গলগঞ্জে আগামী ২৪ ঘণ্টা জারি থাকবে সতর্কতা

অশনির আশঙ্কায় উত্তর ২৪ পরগনায় হিঙ্গলগঞ্জে আগামী ২৪ ঘণ্টা জারি থাকবে সতর্কতা

Asani Cyclone News Live: বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা মধুখালি থেকে সন্দেশখালিতে 

বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা মধুখালি থেকে সন্দেশখালিতে 

Asani Cyclone Live Update :সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা থাকায় সৈকতে পর্যটকদের ভিড় নেই বকখালিতে

বকখালিতেও সকাল থেকে শুরু হয় বৃষ্টি। সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা থাকায় সৈকতে পর্যটকদের ভিড় নেই। 

Asani Cyclone News Live: অশনির সঙ্কেত পেতেই, আতঙ্ক দানা বেঁধেছে পূর্ব মেদিনীপুরে

অশনির সঙ্কেত পেতেই, আতঙ্ক দানা বেঁধেছে পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর, তাজপুর, চাঁদপুর এলাকার বাসিন্দাদের

Asani Cyclone Live Update : ঘূর্ণিঝড় অশনির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে

ঘূর্ণিঝড় অশনির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে। বিশাখাপত্তনম ও পুরীতে উত্তাল সমুদ্র। জলোচ্ছ্বাসও রয়েছে। 

Asani Cyclone News Live: সন্ধে নাগাদ অশনি পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে

শক্তি খুইয়ে অভিমুখ বদল ঘূর্ণিঝড় ‘অশনির’। সন্ধে নাগাদ পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে। মছলিপত্তনম থেকে দূরত্ব ৪০ কিলোমিটার। চলছে তুমুল বৃষ্টি।

Asani Cyclone Live Update : সমুদ্রেই শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অভিমুখ বদল করল অশনি

সমুদ্রেই শক্তি খুইয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর অভিমুখ বদল করল অশনি। এগোচ্ছে উত্তর, উত্তর-পূর্ব দিকে। আজ সন্ধে নাগাদ পৌঁছবে অন্ধ্রের উত্তর উপকূলে। 

Asani Cyclone News Live: অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা

অশনি সঙ্কেতে রাজ্যের উপকূলবর্তী জেলায় জারি হয়েছে সতর্কতা

Asani Cyclone Live Update : অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি, বাতিল একাধিক ট্রেন

অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। বিপদ এড়াতে অন্ধ্রপ্রদেশে বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বুধবার প্রায় ৩৭টি ট্রেন বাতিল করেছে সাউথ-সেন্ট্রাল রেলওয়ে। যাত্রী সুরক্ষার কারণেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত, জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

Asani Cyclone News Live: ঘূর্ণিঝড় অশনির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে

ঘূর্ণিঝড় অশনির প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে

Asani Cyclone Live Update :গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে

Asani Cyclone News Live: সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ, বেলা গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি

সকাল থেকেই কলকাতায় আংশিক মেঘলা আকাশ।বেলা গড়াতেই শুরু হয়েছে বৃষ্টি

Asani Cyclone Live Update : দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি

 দুই ২৪ পরগনা, নদিয়া ও দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি

Asani Cyclone News Live: ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে

ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে

Asani Cyclone Live Update : বকখালিতেও সকাল থেকে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি

বকখালিতেও সকাল থেকে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। সমুদ্র-স্নানে নিষেধাজ্ঞা থাকলেও সৈকতে পর্যটকদের ভিড়। টহল দিচ্ছে পুলিশ

Asani Cyclone News Live: অন্ধ্র উপকূলের আরও কাছে অশনি, শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে

অন্ধ্র উপকূলের আরও কাছে অশনি। শক্তি খুইয়ে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে।

Asani Cyclone Live Update : অশনির প্রভাবে দিঘা, বকখালিতে উত্তাল সমুদ্র, পর্যটকদের নামতে নিষেধ

অশনির প্রভাবে দিঘা, বকখালিতে উত্তাল সমুদ্র, পর্যটকদের নামতে নিষেধ

Asani Cyclone News Live: বাংলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই

বাংলায় ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। তবে আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Asani Cyclone Live Update : বিক্ষোভে বন্ধ বাঁধ নির্মাণ

দায়সারা ভাবে, নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে পাকা বাঁধ। এই অভিযোগ তুলে হলদি নদীর পাড়ে কংক্রিটের বাঁধ তৈরির কাজ বন্ধ করে দিলেন হলদিয়ার বাঁশখানা জালপাই গ্রামের বাসিন্দারা। পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন সেচ দফতরের সুপার ভাইজার। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Asani Cyclone News Live: অশনির প্রভাবে দিঘা, বকখালিতে উত্তাল সমুদ্র

অশনির প্রভাবে দিঘা, বকখালিতে উত্তাল সমুদ্র

Asani Cyclone Update : ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি, অন্ধ্রপ্রদেশে লাল সতর্কতা

প্রেক্ষাপট

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অশনি (Asani)। অন্ধ্রপ্রদেশে (Andhrapradesh) লাল সতর্কতা। দুর্যোগ শুরু ওড়িশা উপকূলেও। গঞ্জামে সমুদ্রে নৌকাডুবি, অল্পের জন্য রক্ষা।


অশনির প্রভাবে দিঘা (Digha), বকখালিতে উত্তাল সমুদ্র। পর্যটকদের নামতে নিষেধ। উত্তরবঙ্গে (North Bengal) বৃহস্পতিবার থেকে ২দিন ভারী বৃষ্টির সম্ভাবনা। 


ঘূর্ণিঝড় ‘অশনি’র প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় জল জমা থেকে শুরু করে বিদ্যুত্‍ বিপর্যয়, সবকিছুর মোকাবিলায় তৈরি প্রশাসন। লালবাজারে ইউনিফায়েড কমান্ড সেন্টার থেকে নজরদারি। কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরসভাও।


সামনে আদিগন্ত বঙ্গোপসাগর। তার মুখোমুখি দাঁড়িয়ে গরিব মৎস্যজীবীদের গ্রাম। দুইয়ের মাঝে কোনও গার্ডওয়াল নেই। ঘূর্ণিঝড় অশনির মেঘ মাথায় নিয়ে দুশ্চিন্তায় ডুবেছে মন্দারমণির দাদনপাত্রবাড়। ফের বানভাসি হওয়ার আশঙ্কায় সেখানকার বাসিন্দারা। দ্রুত গার্ডওয়াল তৈরির আশ্বাস দিয়েছেন স্থানীয় বিধায়ক।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.