Pahelgam News : 'কিছু একটা ভুল হয়েছে' মেনে নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ! পহেলগাঁও নিয়ে সর্বদলীয় বৈঠকে চাঞ্চল্যকর তথ্য

সূত্রের দাবি, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটা স্পষ্ট, যে কিছু ভুল হয়েছে।

Continues below advertisement

বিজেন্দ্র সিংহ,  দীপক ঘোষ, নয়াদিল্লি : পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মর্মান্তিক মৃত্য়ুর পর দেশজুড়ে জোরাল হচ্ছে প্রত্যাঘাতের দাবি। কিন্তু একটা প্রশ্ন অনেককেই খাচ্ছে কুরে কুরে। যে প্রশ্নটা করেই ফেলেছেন সদ্য স্বামীহারা শীতল কালথিয়া। তাঁর প্রশ্ন, যদি এটা ডেঞ্জার জোনই ছিল, তাহলে কাউকে উপরে যেতে দিলেন কেন? বিনা অনুমতিতে উপরে তো কেউ যেতে পারবে না। বিরোধীরা প্রশ্ন তুলছেন, এত জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন, পিক সিজনে এত জমায়েত, অথচ কেন ছিল না সেনাপ্রহরা? বৃহস্পতিবাদ সর্বদলীয় বৈঠকে এই প্রশ্নগুলো তুললেনও বিরোধীরা। পাকিস্তান থেকে ভারতে ঢুকে জঙ্গিরা এতবড় ছক কষল, আর নিরাপত্তাবাহিনী কিছুই টের পেল না কেন? গোয়েন্দা এজেন্সির তরফে হামলার আশঙ্কা থাকলেও তা ঠেকানো গেল না কেন? 

Continues below advertisement

ঠিক এই প্রশ্নের মুখেই কার্যত ভুল মেনে নিল কেন্দ্র। সূত্রের খবর এমনটাই। পহেলগাঁওয়ের জঙ্গি হামলার প্রেক্ষিতে, বৃহস্পতিবার বিকেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের নেতৃত্বে, বৈঠকে বসে সব দল। সূত্রের দাবি, সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটা স্পষ্ট, যে কিছু ভুল হয়েছে। কী কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা আমরা বিরোধীদের বলতে চাই এবং আশ্বস্ত করতে চাই।  

তবে দলমত নির্বিশেষে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কেন্দ্রের সঙ্গে থাকারই বার্তা দিলেন সব দলের নেতারা। জঙ্গিদের নিশ্চিহ্ন করার লড়াইয়ে দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মত রাহুল গান্ধীরও। 

সূত্রের দাবি, সর্বদল বৈঠকে বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয় নিরাপত্তাবাহিনী কোথায় ছিল?  এর জবাবে সরকারের তরফে বলা হয় স্থানীয় আধিকারিকরা এই এলাকা খুলে দেওয়ার আগে খবর দেননি। যা করা উচিত ছিল। স্থানীয় পুলিশকেও খবর দেওয়া হয়নি। সাধারণত এই এলাকা অমরনাথ যাত্রার সময় জুন মাসে খোলা হয়। কিন্তু, স্থানীয় ট্যুর অপারেটররা এটা এখনই খুলে দেন। কিন্তু সেই খবর কি ছিল না সেনাবাহিনীর কাছে ? কাশ্মীরের মতো স্পর্শকাতর জায়গায় সেটাই বা তুচ্ছ করা হল কেন?  

সূত্রের দাবি, বিরোধীরা আরও প্রশ্ন তোলে সাহায্য় পৌঁছোতে এত সময় লাগল কেন? যার প্রেক্ষিতে সরকারের তরফে বলা হয়, ওখানে পৌঁছোতে সময় লাগে। ৪৫ মিনিট হেঁটে যেতে হয়। কোনও ব্য়বস্থাই ছিল না। বিরোধীদের তরফে প্রশ্ন তোলা হয়, গোয়েন্দা এজেন্সি কোথায় ছিল? সরকারের তরফে জবাবে বলা হয়, কোথাও ভুল হয়েছে। সেটা খুঁজে বার করতে হবে।  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola