মুম্বই: শুরু হয়েছে মহাতাণ্ডব! ভয়ঙ্কর 'বিপর্যয়'- (cyclone 'Biparjoy' ) এর আগাম সতর্কতা জারি করা হয়েছে। আজ অর্থাৎ ১৫ জুন ল্যান্ডফল হওয়ার কথা ৷ জানা গিয়েছে ঘণ্টায় ১৯৫ কিমি বেগে ঝড় বইতে পারে ঝড়। তীব্র গতিতে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। আরব সাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ প্রচণ্ড শক্তি নিয়ে ভারত-পাকিস্তান উপকূলের কাছাকাছি চলে এসেছে বলে খবর। এর প্রভাবে দক্ষিণাঞ্চলের রাজ্য গুজরাট এবং পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সিন্ধের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ও গুরুতর ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।


ইতিমধ্যেই গুজরাত উপকূলের গ্রামগুলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ঘর-বসতি। প্রায় ৭৪ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে খবর। জানা গিয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে সাইক্লোন বিপর্যয় (cyclone 'Biparjoy' ) । গুজরাতের কচ্ছ ও পাকিস্তানের করাচির ( Kutch & Karachi)মধ্যে স্থলে আছড়ে পড়ার আশঙ্কা ঘূর্ণিঝড়টির। ঝড়ের আগে কীভাবে উপকূল থেকে মানুষদের সরিয়ে ফেলা যায় তাই নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের বৈঠক সেরেছেন।                   


কবে ল্যান্ডফল:  India Meteorological Department (IMD) গতকাল অর্থাৎ বুধবারই লাল সতর্কতা (red alert )জারি করে।  সৌরাষ্ট্রের কচ্ছ উপকূলের জাখাউ বন্দরের উপর দিয়ে ১৫ জুন এই অতি প্রবল ঘূর্ণিঝড়টি বয়ে যাওয়ার কথা।  আজ সন্ধ্যাতেই স্থলভাগে আছড়ে পড়ার কথা এটি। আইএমডির পূর্বাভাস অনুযায়ী আজই জুন স্থলভাগে আঘাত হানতে চলেছে অতি প্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। সাইক্লোন বিপর্যয়ের প্রভাব পড়তে শুরু করেছে মহারাষ্ট্রে।  আগামী সোমবার থানে, রায়গড়, মুম্বই এবং পালঘর-সহ মহারাষ্ট্রের বেশ কয়েকটি জায়গায় এর প্রভাবে  ৪৫ থেকে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। সেই সঙ্গে  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।            


বাণিজ্যনগরীতে ঝড়ের প্রভাব
ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে বাণিজ্যনগরীতে। মুম্বই উপকূলে বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রও উথালপাথাল।  সাগরে উঠছে উঁচু উঁচু ঢেউ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় ইতিমধ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে দ্বারকাতেও। দ্বারকার সমুদ্রেও উথাল-পাথাল ঢেউ। গুজরাতের শ্রীকৃষ্ণধামে মন্দিরের মাথায় ওড়ানো হয়েছে জোড়া ধ্বজা। জানা যায়, কোনও বিপদ সঙ্কেত থাকলে তখনই মন্দিরের মাথায় জোড়া ধ্বজা ওড়ানো হয়। 


আরও পড়ুন: Weather Update: বিলম্বিত বর্ষা, সপ্তাহভর তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণে