কলকাতা: সমুদ্র সৈকতে প্রবল বেগে আছড়ে পড়ছে ঢেউ। মেঘলা আকাশের সঙ্গে প্রবল বেলে বইছে ঝোড়ো হাওয়া। সময় যত এগোচ্ছে ততই উত্তাল হচ্ছে সমুদ্র। সৈকত খালি করতে লাগাতার মাইকিং করছে স্থানীয় প্রশাসন। দুর্ঘটনা এড়াতে লাইফগার্ডের সংখ্যা আরও বৃদ্ধি করা হয়েছে। এরই মধ্যে ৯ জেলার জন্য বাড়তি সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।                                                                                                                   


এদিন তিনি বলেন, 'ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। দুই ২৪ পরগনা, ২ মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। 


মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাজ্য ও জেলাস্তরে কন্ট্রোল রুম খোলা হয়েছে। উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কাল থেকে শনিবার ৯ জেলার সব স্কুল বন্ধ। সব কলেজে ক্লাস বন্ধ।'


আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। ২৩ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে রাজ্যের ৯ জেলায়। 


আরও পড়ুন, সাইক্লোন দানায় তছনছ হতে পারে পুরী? পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের


কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ। 


এদিকে,  ঘূর্ণিঝড় দানার হানায় যাতে কোনওভাবে ট্রেন চলাচল ব্যাহত না হয় সেজন্য উদ্যোগী রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের তরফে ইতিমধ্যেই বেশ কয়েকটি জায়গায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। ওভারহেড তার যাতে ছিঁড়ে না যায়, তারজন্যও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে