Cyclone Dana Alert: সাইক্লোন দানায় তছনছ হতে পারে পুরী? পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের
শক্তি বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমৌসম ভবনের তরফে বলা হয়েছে, সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার।
উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। কাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত।
কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের।
পুরীর জেলা প্রশাসন সোমবার সমুদ্র সৈকতে চরম সতর্কতা জারি করেছে এবং সবাইকে সমুদ্রে নামতে নিষেধ করেছে।
পুরী প্রশাসনের তরফে এও বলা হয় ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশের আগে সমুদ্রের জল বিপদসীমা ছাড়াতে পারে। ২৪ এবং ২৫ অক্টোবর দুই দিনই বিপজ্জনক হতে চলেছে বলে জানান হয়েছে।
কালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। কাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -