কলকাতা : বাংলা ও ওড়িশার আকাশে দুর্যোগের আশঙ্কা। ফের ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। বৃহস্পতিবার পুরী ও সাগর দ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী 'দানা'। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। বুধবার বাতিল হয়েছে শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস, সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস, পুরী-জয়নগর এক্সপ্রেস সহ একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন। বৃহস্পতিবার বাতিল করা হয়েছে কলকাতা-পুরী স্পেশাল এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস, বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। শুক্রবার বাতিল করা হয়েছে দিঘা-বিশাখাপত্তনম এক্সপ্রেস। শিয়ালদা ডিভিশনের  (মূলত সাউথ ডিভিশন) প্রায় ১৬০ টি ট্রেন বাতিল করা হচ্ছে।

  


শিয়ালদা দক্ষিণ শাখা থেকে খবর , বৃহস্পতিবার অর্থাৎ ২৪ অক্টোবর, রাত ৮ টা থেকে শুক্রবার ২৫ অক্টোবর, সকাল ১০টা পর্যন্ত থেকে কোনও ট্রেন ছাড়বে না।  এছাড়া বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখায় সব পরিষেবা বন্ধ থাকবে। আগেই লোকাল ট্রেন ছাড়া বন্ধ হয়ে যাবে শিয়ালদা দক্ষিণ শাখার প্রান্তিক স্টেশনগুলি থেকে । বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে শুক্রবার সকাল ৯ টা পর্যন্ত ট্রেন ছাড়বে না।


পূর্ব রেলের তরফে জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ইস্ট কোস্ট রেলওয়ের নির্দেশে, বাতিলা করা হচ্ছে কামাক্ষ্যা - বেঙ্গালুরু এক্সপ্রেস ১২৫৫২, যা ২৩ তারিখে ছাড়ার কথা ছিল। ২৪ তারিখের পটনা এনাকুলাম এক্সপ্রেস  বাতিল করা হয়েছে। এছাড়া ২৪ তারিখে কলকাতা  স্টেশন থেকে কলকাতা পুরী স্পেশাল ছাড়ার কথা ছিল, সেটিঁ বাতিল করা হয়েছে।  ২৫ তারিখ পুরী থেকে কলকাতা স্টেশনে যে ট্রেনটি ফেরার কথা ছিল, সেটিও বাতিল করা হচ্ছে।  ২৩ তারিখ ডিব্রুগড় থেকে যে ট্রেনটি ছেড়ে কন্যাকুমারী যাওয়ার কথা ছিল, সেটি বাতিল করা হচ্ছে।  একই ভাবে কন্যাকুমারী থেকে ফিরতি ট্রেনটিও বাতিল করা হয়েছে।  সেকেন্দ্রাবাদ থেকে মালদা টাউন যে স্পেশাল ট্রেনটি ২৪ তারিখ ছেড়ে আসার কথা ছিল, সেটিও বাতিল করা হচ্ছে। ২৯ তারিখ যে ট্রেনটি মালদা থেকে সেকেন্দ্রাবাদ যেত, সেটিও বাতিল করা হয়েছে।  এছাড়া বাতিল হয়েছে পুরী থেকে জয় নগরগামী ট্রেন, ২৩ তারিখের শিয়ালদা - পুরী দুরন্ত এক্সপ্রেস। ২৪ তারিখে পটনা পুরী এক্সপ্রেসটি বাতিল হয়েছে । এছাড়া ২৪ তারিখ মালদা ও দিঘার মধ্যে সংযোগকারী ট্রেনটি বাতিল করা হচ্ছে।  আর কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে , তা জানতে শুনে নিন নিচের পোস্টটি। 


এছাড়া পূর্ব রেল জানিয়েছে, শিয়ালদা ডিভিশনে ২৪ এবং ২৫ অক্টোবর একটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে, যেখানে রেলের শীর্ষ কর্তারা প্রত্যেকেই থাকবেন। মেডিক্যাল টিমও থাকবে। জানানো হয়েছে,  হাওড়া ডিভিশনের ক্ষেত্রেও জল জমে যাওয়া একটা বড় সমস্যা। তাই সেই জন্য আগাম পাম্প ব্যবস্থা সঙ্গে রেখেছি। এটা শিয়ালদা ডিভিশনেও প্রস্তুতি রেখেছি। ক্রিটিক্যাল টিম উপস্থিত থাকছে হাওড়া, ব্যান্ডেল , আজিমগড়, বর্ধমান, রামপুরহাটে।'  


আরও পড়ুন :


লক্ষ্মীবারেই তাণ্ডব চালাতে পারে 'দানা', লাল সতর্কতা জারি কলকাতায় ! প্রথম ধাক্কা কোথায়?