ভুবনেশ্বর: প্রচুর সুযোগ তৈরি করেও বারবার গোলের সুযোগ নষ্ট হচ্ছে, এই রোগ সারিয়ে তোলাই যে এখন ইস্টবেঙ্গল (East Bengal FC) কোচ অস্কার ব্রুজোর (Oscar Bruzon) প্রধান লক্ষ্য, মঙ্গলবারের হারের পর তা জানিয়ে দিলেন তিনি।


মঙ্গলবার ওড়িশা এফসি তাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গল এফসি-কে ২-১-এ হারায়। ২২ মিনিটের মাথায় রয় কৃষ্ণা গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের স্টপেজ টাইমে পেনাল্টি থেকে গোল করে সমতা আনেন লাল-হলুদের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিয়ামান্তাকস। কিন্তু ৬৯ মিনিটের মাথায় কর্নার থেকে হেড করে যে গোল করেন কলিঙ্গ-বাহিনীর দীর্ঘদেহী ডিফেন্ডার মুর্তাদা ফল, সেই গোলেই এই ম্যাচের ফল নির্ধারিত হয়ে যায়।


হারের পর কোচ অস্কার বলেন, "আমরা আজ ভাল খেলেছি। বেশিরভাগ সুযোগই আমরা তৈরি করেছি এবং ওড়িশা এফসিকে আমরা প্রচুর সমস্যায় ফেলেছি। তারা টানা তিন-চার পাসের কোনও মুভ তৈরি করতে পারেনি। এক সময় ওরা আমাদের ভুলের অপেক্ষা করছিল যাতে পাল্টা আক্রমণ শুরু করতে পারে। দুর্ভাগ্যবশত, একটি পাল্টা আক্রমণেই গোল হয়। এমন পরিস্থিতি নিয়ে আমরা গত কয়েক দিন ধরে কাজ করেছি। রয় কৃষ্ণ যথেষ্ট গতিময়। আমাদের লেফট ব্যাক ও সেন্টার ব্যাকের মধ্যে জায়গা খুঁজে বের করে ও গোল করে।"


গোলের এক ঝাঁক সুযোগ হাতছাড়া হওয়া নিয়ে নতুন কোচ বলেন, "খেলা পুরোপুরি আমাদের দখলে ছিল। কিন্তু আমরা অনেক সুযোগ মিস করেছি এবং যখন ওরা ১-০ গোলে এগিয়ে যায়, তখন আমাদের কাজটা আরও কঠিন হয়ে যায়। কারণ, ওরা খেলার গতি কমিয়ে দেয়। ওরা কেবল আমাদের ধৈর্য হারানোর অপেক্ষা করছিল। খেলার গতি কমিয়ে আমাদের হতাশ করে তোলার চেষ্টা করছিল।"


এর পরে ইস্টবেঙ্গলের সামনে এএফসি চ্যালেঞ্জ কাপ। তার পরে নভেম্বরে শুরুতে আন্তর্জাতিক বিরতি। আইএসএলে লাল-হলুদ শিবিরের পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর মহমেডান এসি-র বিরুদ্ধে। এই বিরতি কাজে লাগিয়ে লিগে লড়াইয়ে ফিরে আসতে চান ব্রুজো। বলেন, "নতুন কোচের ধারণাগুলো মানিয়ে নেওয়ার জন্য এই বিরতি দলের পক্ষে ভাল হবে। । কিন্তু আমি বিরতি পর্যন্ত অপেক্ষা করতে চাই না। আমাদের তাৎক্ষণিক ফলাফল প্রয়োজন। মনে রাখতে হবে, আইএসএলের এক-চতুর্থাংশ ইতিমধ্যে শেষ হয়ে গেছে, ছ’টি ম্যাচ খেলে ফেলেছি আমরা এবং আমাদের পয়েন্ট এখনও শূন্য।"


এই প্রসঙ্গে তিনি আরও বলেন, "প্লে অফে যোগ্যতা অর্জনের একমাত্র উপায় সেরা ছয়ে থাকা। আর সেরা ছয়ে শেষ করতে হলে আমাদের সম্ভবত ১৮টির মধ্যে দশটি ম্যাচে জিততে হবে। হিসাব এই কথাই বলছে। তাই আমরা এখনই কাউন্টডাউনে রয়েছি, আর মরশুম সবে শুরু হয়েছে।


টানা ছয় হারে মনমরা সমর্থকদের উদ্দেশে কোচ বলেন, "আমাদের দলের উপর বিশ্বাস রাখুন। আমরা ফিরে আসব। আমি পরের মরশুম বা দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোর কথা বলছি না। আমরা খুব শিগগিরই ফিরে আসব, তাই দলের সাথে থাকুন। কারণ, আপনারাই সব। এবং পরিস্থিতি বদলানোর জন্য আরও বেশি কিছু করব।" (সৌ: আইএসএল মিডিয়া)


আরও পড়ুন: ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কল্যাণী থেকে সরল বাংলার ম্যাচ, পুরো মাঠ ঢাকার ব্যবস্থা, দলে ৩ বদল


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।