কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: ঘূর্ণিঝড় 'দানা' নিয়ে আগেই লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। স্বাভাবিকভাবেই নাগরিক নিরাপত্তার কথা মাথায় রেখে কড়া নজর রেখেছে রাজ্য সরকার। এদিন নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী বলেন, 'ঘূর্ণিঝড়ে উপকূলবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে'। বলাইবাহুল্য তাই কোনওভাবেই আর ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, 'আগামীকাল থেকে শনিবার ৯ জেলার সব স্কুল বন্ধ থাকবে। পাশাপাশি আগামীকাল থেকে শনিবার ৯ জেলার সব কলেজে ক্লাস বন্ধ থাকবে।'
রাজ্যের ৯ জেলায় ৪দিন স্কুল বন্ধ থাকবে
বঙ্গের আকাশে ফের দুর্যোগ-শঙ্কা, রাজ্যের ৯ জেলায় ৪দিন স্কুল বন্ধ থাকবে। বৃহস্পতিবার পুরী-সাগরদ্বীপে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দানা'। সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার। বঙ্গোপসাগরে নিম্নচাপ আজই পরিণত হবে গভীর নিম্নচাপে। আগামীকালই গভীর নিম্নচাপ পরিণত হতে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে।
উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে প্রশাসন। আগামীকাল থেকে ওড়িশার উপকূলবর্তী জেলার সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালকের মধ্যেই পুরীর সৈকত পর্যটকশূন্য করার নির্দেশ ওড়িশা সরকারের। সাগর দ্বীপ থেকে এই মুহূর্তে ৭৭০ কিমি দূরে অবস্থান করছে নিম্নচাপ। আগামীকাল থেকেই উপকূলবর্তী এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
কোন কোন জেলাগুলিতে বন্ধ থাকবে স্কুল-কলেজ ?
ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তিও প্রকাশ্যে এসেছে। সেখানে ৯ টা জেলার কথা বলা হয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং কলকাতা-এই ৯টি জেলায় সমস্ত স্কুলে পঠনপাঠন বন্ধ রাখার কথা বলা হয়েছে।
আরও পড়ুন, স্টেট লেভেল টাস্ক ফোর্স গঠনের বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের, ১১ সদস্য হলেন কারা ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।