উজ্জ্বল মুখোপাধ্যায়, জুনপুট: ধেয়ে আসছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় দানা। লাল সতর্কতা জারি হয়েছে পূর্ব মেদিনীপুরের জুনপুটে। সরিয়ে দেওয়া হয়েছে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের। ঘূর্ণিঝড়ের মোকাবিলায় খোলা হয়েছে ক্যাম্প, তৎপর রয়েছে প্রশাসন। কিন্তু তারপরও সমুদ্র সৈকতের বাসিন্দাদের আতঙ্ক কাটছে না। স্মৃতিতে বারবার ফিরে আসছে আমফান, ইয়াসের ভয়াবহ স্মৃতি। ভয়ে কাঁটা পূর্ব মেদিনীপুরের জুনপুট, কাঁথি-সহ বিস্তীর্ণ এলাকা। 


এই গ্রামীণ এলাকার বেশিরভাগ মানুষই মৎসজীবী, বা কৃষক। ঘূর্ণিঝড়ের ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অতি ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। বৃহস্পতিবার সকাল থেকে দুর্যোগ বাড়বে। ঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিমি। ক্ষয়ক্ষতি ও বিপর্যয় এড়াতে বুধবার থেকেই এলাকায় এলাকায় প্রচার শুরু করে প্রশাসন। 


প্রশাসনের উদ্য়োগে কাঁথি ১ নম্বর ব্লকের ২৬ টি জায়গায় খোলা হয়েছে ক্যাম্প।পাশাপাশি, কাঁথির বিভিন্ন জায়গায় খোলা হয়েছে ত্রাণ শিবির।                                            


এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ফুঁসছে দিঘার সমুদ্র। পাশেই ওড়িশা, সেখানেই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাবনা। সবথেকে বেশি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর জেলায়। গতকাল থেকেই পর্যটকশূন্য দিঘা। সমুদ্র পাড়ের দোকানগুলির ঝাঁপ বন্ধ। টহল দিচ্ছে পুলিশ। দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে তটভূমি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া। দিঘায় হোটেল, লজ গতকালই খালি করার নির্দেশিকা জারি করেছে প্রশাসন। 


আরও পড়ুন, উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়ার দাপট, দানার প্রভাব পুরীতে, জারি হাই অ্যালার্ট


দানা আপডেট


আরও এগিয়ে এল অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। গত ৬ ঘণ্টায় উপকূলের দিকে ১২ কিমি গতিবেগে এগিয়ে এসেছে 'দানা'। পারাদ্বীপ থেকে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'র দূরত্ব ২৬০ কিমি। ধামারা থেকে 'দানা'র দূরত্ব ২৯০ কিমি। সাগরদ্বীপ থেকে ৩৫০ কিমি দূরে অবস্থান করছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ভিতরকণিকা থেকে ধামারার মধ্যে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিমি। 



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে