Cyclone Dana News Live Updates: দানার প্রভাবে একবেলার বৃষ্টিতে চেনা ছবি কৈখালির, জলের তলায় ভিআইপি রোড লাগোয়া চত্বর

West Bengal Weather Update : ঝড় আসে, ঝড় যায়। এখনও কাঁচা ঘরেই ঠায়। ভয়ে কাঁটা উপকূল। ত্রাণ শিবিরে আশ্রয় দেড় লক্ষের বেশি মানুষের। দেখুন, ঘূর্ণিঝড় 'দানা'-র প্রতি মুহূর্তের খবরের আপডেট

ABP Ananda Last Updated: 25 Oct 2024 03:23 PM

প্রেক্ষাপট

কলকাতা : আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'। রাত ১১.৩০ নাগাদ থেকে শুরু হয়ে যায় ল্যান্ডফলের প্রক্রিয়া। 'দানা'র দাপটে উত্তাল দিঘার সমুদ্র, প্রবল ঝড়-বৃষ্টি। বন্ধ মেরিন ড্রাইভ। ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড পূর্ব মেদিনীপুর।...More

Cyclone Dana News Live: দানার প্রভাবে একবেলার বৃষ্টিতে চেনা ছবি কৈখালির, জলের তলায় ভিআইপি রোড লাগোয়া চত্বর

দানার প্রভাবে একবেলার বৃষ্টিতে চেনা ছবি কৈখালির। জলের তলায় ভিআইপি রোড লাগোয়া চত্বর।