KKR vs SRH Live: বৈভব, বরুণের ৩ উইকেট, হায়দরাবাদের বিরুদ্ধে ৮০ রানের বড় ব্য়বধানে জয় নাইটদের

IPL 2025: আজ ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্য়াচ। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার নীচে রয়েছে কেকেআর।

ABP Ananda Last Updated: 03 Apr 2025 10:57 PM

প্রেক্ষাপট

স্পিন বোলিং কোচ কার্ল ক্রো-কে ডেকে নিয়ে আলাদা করে প্রায় আধ ঘণ্টা বোলিং করছেন সুনীল নারাইন (Sunil Narine)। স্পট বোলিং। অর্থাৎ, পিচের নির্দিষ্ট একটা জায়গা মার্ক করে নিখুঁত নিশানায় সেখানেই বল ফেলে...More

KKR vs SRH Live Score: বড় জয় নাইটদের

১৬.৪ ওভারে ১২০ রানে অল আউট সানরাইজার্স হায়দরাবাদ। ৮০ রানে বড় ব্যবধানে জয় কেকেআরের।