Cyclone Dana News Live Updates : ধেয়ে আসছে 'দানা', আশঙ্কায় পুরী-দিঘা-মন্দারমণি খালি করার নির্দেশ; উদ্বেগ নিয়েই হোটেল ছাড়ছেন পর্যটকরা
Weather Update: আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি-সহ ৯ জেলার সব স্কুল বন্ধ। ক্লাস হবে না কলেজেও।
ABP Ananda Last Updated: 23 Oct 2024 11:57 PM
প্রেক্ষাপট
কলকাতা : আশঙ্কার প্রহর গোণা শুরু হয়েছে। ইতিমধ্যেই দানা নিয়ে বাংলায় জেলায় জেলায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। বুধবারের মধ্যেই...More
কলকাতা : আশঙ্কার প্রহর গোণা শুরু হয়েছে। ইতিমধ্যেই দানা নিয়ে বাংলায় জেলায় জেলায় দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ইতিমধ্যে পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। বুধবারের মধ্যেই সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড় 'দানা'য় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আর তারপরই তীব্র গতিতে স্থলের দিকে এগোতে শুরু করবে ঘূর্ণিঝড়টি। দুর্যোগের আশঙ্কা বাড়িয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'দানা'। বঙ্গোপসাগরে দানা বেঁধে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। সাগরদ্বীপ থেকে ৫৭০ কিমি দূরে রয়েছে। ওড়িশার পারাদ্বীপ থেকে ঘূর্ণিঝড় ‘দানা’র দূরত্ব ৪৯০ কিমি, বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। আগামী ১২ ঘণ্টার মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে ‘দানা’। কাল মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় ‘দানা’ আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সাগরদ্বীপ থেকে পারাদ্বীপের মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১২০ কিলোমিটার।ঘূর্ণিঝড় দানার প্রভাবে কার্যত ভাসবে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বুধবারের পর থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারে স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ও কলকাতায়। কমলা সতর্কতা জারি করা হয়েছে, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, ও হুগলিতে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া, বীরভূম, ও মুর্শিদাবাদে। বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়ায়। ২৬ অক্টোবর শনিবার অন্যান্য জেলায় বৃষ্টিপাতের পরিমাণ কমবে। ২৪ অক্টোবর সন্ধে থেকে ২৫ শে অক্টোবর সকাল পর্যন্ত উপকূলবর্তী এলাকায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দফতর।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Cyclone Dana Live Updates: ধেয়ে আসছে 'দানা', আশঙ্কায় পুরী-দিঘা-মন্দারমণি খালি করার নির্দেশ; উদ্বেগ নিয়েই হোটেল ছাড়ছেন পর্যটকরা
ধেয়ে আসছে দানা। আশঙ্কায় পুরী-দিঘা-মন্দারমণি খালি করার নির্দেশ। ফিরবেন কীভাবে? উদ্বেগ নিয়েই হোটেল ছাড়ছেন পর্যটকরা।