সঞ্চয়ন মিত্র, অর্ণব মুখোপাধ্যায় ও প্রবীর চক্রবর্তী, কলকাতা: কালীপুজোর দিনই আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় (Cyclone)। মঙ্গলবার তা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অঞ্চলের কাছে অবস্থান করবে। এর জেরে সোম ও মঙ্গলবার রাজ্যের ৩ জেলার উপকূল অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা (Heavy Rainfall)। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)।
কালীপুজোয় আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়
আলোর উত্সবে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালীপুজোর দিন, সোমবার আন্দামান সাগরে গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় সিত্রাং-এ। মঙ্গলবার, অর্থাত্, কালীপুজোর পরদিন ঘূর্ণিঝড় অবস্থান করবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছাকাছি।
এর জেরে সোম ও মঙ্গলবার, রাজ্যের উপকূলবর্তী তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত পরিণত হয়েছে নিম্নচাপে। শনিবার তা গভীর নিম্নচাপে পরিণত হবে। রবিবার তা পরিণত হবে অতি গভীর নিম্নচাপে। সোমবার সেই অতি গভীর নিম্নচাপই পরিণত হবে ঘূর্ণিঝড়ে।
এর প্রভাব পড়তে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূল অঞ্চলে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা শোনানোর পর সতর্ক প্রশাসনও।
আরও পড়ুন: Dengue Death : আরও ভয়াবহ পরিস্থিতি, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কালীপুজোর সময় দুর্যোগের আশঙ্কা রয়েছে। যদি দুর্যোগ আসে, মানুষ যাতে ঘর থেকে না বেরোয়, প্রশাসন সেই সতর্কতার বার্তা পৌঁছে দেবে। যদি দুর্যোগ আসে প্রশাসন সতর্ক থাকবে। মানুষকেও সতর্ক থাকতে হবে।"
দুর্যোগের সম্ভাবনার কথা মাথায় রেখে কলকাতা পৌরসভাও একাধিক পদক্ষেপ নিয়েছে। কলকাতা পৌরসভার মেয়র পারিষদ তারক সিংহ বলেন, "গতকালই মেয়র নির্দেশ দিয়েছেন। গাছ কাটার জন্য উদ্যান বিভাগের কর্মীদের প্রস্তুত রাখা হচ্ছে। এছাড়া প্রস্তুত রাখা হচ্ছে নিকাশি বিভাগের কর্মীদেরও।"
উপকূল অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা
পরিস্থিতির গুরুত্ব বুঝে পূর্ব মেদিনীপুরে দিঘা কোস্টাল থানার তরফে মাইকে প্রচার করা হচ্ছে, মত্স্যজীবীরা যেন রবিবারের মধ্যে ফিরে আসেন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, ২৩ অক্টোবর থেকে মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়া বা সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এরই মধ্যে বৃহস্পতিবার বর্ষা বিদায় নিয়েছে দক্ষিণবঙ্গ থেকে। এর আগেই উত্তরবঙ্গ থেকে বিদায় নিয়েছে বর্ষা।