ঝিলম করঞ্জাই, সমীরণ পাল ও জয়ন্ত পাল, কলকাতা : গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও ৩ ডেঙ্গি (Dengue) আক্রান্তের মৃত্যু হল। বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital) মৃত্যু হয়েছে এক ডেঙ্গি আক্রান্তের। বরানগর ও দেগঙ্গায় মৃত্যু হয়েছে আরও দু’জনের। তিনজনের ডেথ সার্টিফিকেটেই ডেঙ্গির উল্লেখ রয়েছে বলে পরিবার সূত্রে খবর।


ডেঙ্গি কাড়ল ৩ প্রাণ


আরও ভয়ঙ্কর ডেঙ্গির প্রকোপ। আলোর উত্‍সবের মুখেই আঁধার ৩ বাড়িতে। গত ২৪ ঘণ্টায় ৩ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে। বেলেঘাটা, বরানগর ও দেগঙ্গার বাসিন্দা ওই ৩ জন। তিনজনের ডেথ সার্টিফিকেটেই ডেঙ্গির উল্লেখ।  


বেলেঘাটার বাসিন্দার মৃত্যু


দুর্গাপুজো কাটল। দীপাবলি দোরগোড়ায়। কিন্তু ডেঙ্গির প্রকোপ দিন দিন বাড়ছে। সরকারি, বেসরকারি হাসপাতালে ক্রমাগত ভিড় বাড়ছে ডেঙ্গি আক্রান্তদের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ৩৪ বছর বয়সের এক মহিলার বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে। বেলেঘাটা অঞ্চলে কলকাতা পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন তিনি।  


বরানগরের বাসিন্দার মৃত্যু


বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের এ কে মুখার্জি রোডের বাসিন্দা, ৬৪ বছরের ডোরা মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছে বাড়িতেই। ডেথ সার্টিফিকেটে অন্যান্য কারণের পাশাপাশি ডেঙ্গিরও উল্লেখ রয়েছে। পরিবার সূত্রে খবর, জ্বর নিয়ে তিনি বাড়িতেই ছিলেন। বুধবার আচমকা শারীরিক পরিস্থিতির অবনতি হয়ে মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় জঞ্জাল জমে থাকে। পরিষ্কার হয় না। শুধু ডেঙ্গির কারণেই মৃত্যু, মানতে নারাজ পুরসভা।  


দেগঙ্গার বাসিন্দার মৃত্যু


অন্যদিকে, দেগঙ্গা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা, ৩৪ বছরের রেহেনা বিবি সোমবার জ্বরে আক্রান্ত হন বলে পরিবার সূত্রে খবর। বুধবার অবস্থার দ্রুত অবনতি হয়। 
বৃহস্পতিবার ভোরে বারাসাতের এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।


দক্ষিণ দমদমে তৎপরতা


সম্প্রতি কয়েক দিনের ব্যবধানে দক্ষিণ দমদম পুরসভা এলাকায় ২ জন ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার সকালে এসএফআই-এর তরফে ৩১ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মশামারার কীটনাশক, ব্লিচিং পাউডার ছড়ানো হয়। এছাড়াও দক্ষিণ দমদম পুর এলাকার অন্যত্রও ছড়ানো হয় ব্লিচিং পাউডার। দক্ষিণ দমদম পুরসভার এসএফআই নেতা ঋতঙ্কর দাস বলেছেন, 'পুরসভা ব্যর্থ, তাই আমরা কাজ করছি, এই অভিযান চলবে।' পাল্টা দক্ষিণ দমদম পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রফুল্লরঞ্জন সরকার বলেছেন, 'লোক দেখানো কাজ করে লাভ নেই।  আমরা সারা বছরই কাজ করি।' এদিনই দক্ষিণ দমদম পুরসভার গেটের সামনে মঞ্চ বেঁধে ডেঙ্গি ইস্যুতে বিক্ষোভ দেখায় কংগ্রেস। 


আরও পড়ুন-হঠাৎ বন্ধ হোয়াটসঅ্যাপ, চালু করতে গিয়ে প্রতারণার ফাঁদে হাওড়ার কলেজ ছাত্রী, গায়েব চুয়াল্লিশ হাজার টাকা